Agricultural News: সবিতা, দাশশাল, থুবি এগুলো কীসের বীজের নাম জানেন? এমন ১২১ টি...
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
হিঙ্গলগঞ্জে স্বেচ্ছাসেবী সংস্থা বিথারী দিশার উদ্যোগে শতাধিক প্রজাতির ধানের বীজ সংরক্ষণ করা হয়েছে
উত্তর ২৪ পরগনা: একশো’র বেশি দেশীয় প্রজাতির ধানের বীজ সংরক্ষণের উদ্যোগ সুন্দরবনে। দেশীয় প্রজাতির ধানের বীজ যাতে হারিয়ে না যায় তার জন্য অভিনব এই উদ্যোগ নেওয়া হয়েছে হিঙ্গলগঞ্জে। নদী-নালা, খাল-বিলসহ প্রকৃতির অনুগ্রহে কৃষিতে অপার সম্ভাবনাময় এ রাজ্য। কিন্তু সাময়িক লাভের আশায় উচ্চ ফলনশীল আর হাইব্রিড চাষাবাদের জেরে বিলুপ্ত হচ্ছে দেশীয় প্রজাতির ধান ও সবজি। এই ধরণের চাষাবাদ শুধু কৃষি ব্যবস্থাই নয়, জীব বৈচিত্র্যকেও ঝুঁকির মুখে ফেলছে। সেই বিপদ ঠেকাতেই সবিতা, দাশশাল, থুবি, রূপালী’র মত ১২১ টি দেশীয় প্রজাতির ধানের বীজ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।
হিঙ্গলগঞ্জে স্বেচ্ছাসেবী সংস্থা বিথারী দিশার উদ্যোগে শতাধিক প্রজাতির ধানের বীজ সংরক্ষণ করা হয়েছে। উচ্চ ফলনশীল ধান অনেক ক্ষেত্রে প্রকৃতি-পরিবেশ এবং মৃত্তিকার বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় না। হাইব্রিড প্রজাতির বীজ কৃষক নিজে উৎপাদন ও সংরক্ষণ করতে পারেন না। সেই বীজ দিয়ে চাষাবাদ করার পর কৃষক নিজে বীজ রাখতে পারেন না। পরবর্তী মরশুমে কৃষকদের আবার চড়া দামে কোম্পানির বীজ কিনতে হচ্ছে। পরের বছর জমিতে আরও বেশি সার ও কীটনাশক দিচ্ছেন। এতে আবাদি জমিতে উর্বরতা শক্তি ক্রমশই কমছে। ফলে বছর বছর চাষের খরচও বাড়ছে। যার প্রভাবে দিনের শেষে লাভ করতে পারছেন না কৃষকরা। এইভাবে কয়েক বছর ধারাবাহিক হাইব্রিড ধানের চাষ করার পর কৃষকের ঘরে অবশিষ্ট বীজ না থাকলে কৃষকরা বীজের অধিকার হারান। পরবর্তী সময়ে বীজের জন্য পরনির্ভরশীল হয়ে পড়তে হয়। রাসায়নিক সার ও কীটনাশকের মাত্রাতিরিক্ত ব্যবহার জীববৈচিত্র্যকেও বিপদের মুখে ফেলে দিচ্ছে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই বিষয়ে কৃষি বিশেষজ্ঞদের অভিমত, দেশি উন্নত জাতের চাষাবাদে পরিমাণমত সার প্রয়োগ করে জৈব পদ্ধতিতে চাষ করলে অধিক ফলন পাওয়া সম্ভব। এর জন্য বিলুপ্তপ্রায় প্রজাতির ধান ও সবজি বীজগুলো সংরক্ষণ করা জরুরি। এই সংস্থা সেটাই করছে।
জুলফিকার মোল্লা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 05, 2024 4:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Agricultural News: সবিতা, দাশশাল, থুবি এগুলো কীসের বীজের নাম জানেন? এমন ১২১ টি...