#কলকাতা: ২৬ দফা দাবি নিয়ে প্রাথমিক শিক্ষা সংসদের সামনে বিক্ষোভ দেখালেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা ৷ প্রাথমিক শিক্ষকদের একাধিক দাবি নিয়ে বৃহস্পতিবার মেদিনীপুর শহরে একটি মিছিল করেন তারা ৷ তারপর রবীন্দ্রনগরস্থিত প্রাথমিক শিক্ষা সংসদের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন ৷
আরও পড়ুন
তাদের দাবি, প্রাথমিক স্তরে পাঠ্য পুস্তকের সংশোধন, বিদ্যালয়গুলিতে পরিকাঠামোর উন্নয়ন, বছরের শুরুতে সমস্ত পড়ুয়াদের শিক্ষা সামগ্রী দেওয়ার দাবি, শিক্ষকদের বকেয়া DA ছাড়াও শীঘ্র পে কমিশন চালু, রাজ্যে বিপুল শূন্যপদে শীঘ্র প্রধান শিক্ষক নিয়োগ এবং শিক্ষকদের অন্য জেলায় বদলি বাতিল সহ মোট ২৬ দফা দাবিতে চলে এই বিক্ষোভ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Agitation, Primary Level Teacher, Primary Siksha Sangsad, Primary Teacher, Primary Teachers Appointment