Purulia News: ২০ বছর দেখা নেই! হঠাৎ পুরুলিয়ায় ফিরে এল এ প্রাণী, হইচই পড়ে গেল এলাকায়

Last Updated:

West Bengal news: বিরল প্রজাতির প্যাঙ্গোলিনের দেখা মিলল লোকালয়ে। যা দেখেতে উৎসাহিত মানুষের ভিড়। এই প্রাণীটিকে দেখা গেলপুরুলিয়ার বরাবাজারের লোকালয়ে। দীর্ঘ প্রায় ২০ বছর পর প্যাঙ্গোলিনের দেখা মেলায় খুশি কংসাবতী দক্ষিণ বন বিভাগ।

+
পুরুলিয়ায়

পুরুলিয়ায় প্যাঙ্গোলিন

পুরুলিয়া: বিরল প্রজাতির প্যাঙ্গোলিনের দেখা মিলল লোকালয়ে। যা দেখেতে উৎসাহিত মানুষের ভিড়। এই প্রাণীটিকে দেখা গেলপুরুলিয়ার বরাবাজারের লোকালয়ে। দীর্ঘ প্রায় ২০ বছর পর প্যাঙ্গোলিনের দেখা মেলায় খুশি কংসাবতী দক্ষিণ বন বিভাগ। এই দিন বরাবাজার রেঞ্জের সিন্দ্রি বিট এলাকায় রাস্তার ধারে ওই বণ্যপ্রানটিকে দেখতে পায় স্থানীয় এলাকার মানুষজন।
তড়িঘড়ি এলাকাবাসীরা খবর দেন বনবিভাগে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন বরাবাজার রেঞ্জের সিন্দ্রি বীটের বনকর্মীরা। তারপর তারা প্যাঙ্গোলিনটিকে উদ্ধার করে নিয়ে যান। আপাতত প্যাঙ্গোলিনটিকে বনদফতরের নজরদারিতে রাখা হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। তার শারীরিক অবস্থার বিষয়ে নজরদারি রয়েছে বনবিভাগের। ‌
advertisement
advertisement
এ বিষয়ে এলাকার এক বাসিন্দা বিশ্বনাথ গড়াই জানান, তিনি এর আগে এমন প্রাণী কখনও দেখেননি। এই প্রথমবার তিনি প্যাঙ্গোলিন দেখলেন। পুলিশ ও বন বিভাগ এসে প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে যায়।বিরলএই প্রাণীটিকে সচরাচর লোকালয় দেখা যায় না। ভারতীয় প্যাঙ্গোলিন স্থানীয় মানুষদের কাছে পিপীলিকাভুক, বজ্রকিট, বনরুই, সূর্যমুখী নামে পরিচিত। শান্ত এই বণ্যপ্রাণ মূলত উইপোকা খায়।
advertisement
তবে আন্তর্জাতিক বাজারে চোরা কারবারিরা এই বন্যপ্রাণের আঁশ বিক্রি করে মোটা অংকের টাকা মুনাফা লাভ করে থাকে। এর জন্য দেশজুড়ে প্যাঙ্গোলিনের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। ফলে আইইউসিএন এটিকে বিপন্ন শ্রেণীতে রেখেছে। তবে দীর্ঘ কুড়ি বছর পর বিরল এই বন্য প্রাণীটিকে পুরুলিয়ার বরাবাজারে দেখতে পাওয়া যাওয়ার ফলে খুশি এলাকার মানুষদের পাশাপাশি বনবিভাগ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: ২০ বছর দেখা নেই! হঠাৎ পুরুলিয়ায় ফিরে এল এ প্রাণী, হইচই পড়ে গেল এলাকায়
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement