Nadia News: দোলের পরের দিন ৫৬ ভোগ-সহযোগে মহাপ্রভুর অন্নপ্রাশন পালন নবদ্বীপে, উপচে পড়ছে ভক্তের ভিড়
- Reported by:MAINAK DEBNATH
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Nadia News: এবছরও ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে অসংখ্য ভক্ত সমাগমে আয়োজিত হল ৫৬ ভোগ নিবেদনের মধ্যে দিয়ে শ্রীমান মহাপ্রভুর শুভ অন্নপ্রাশন। বিগত বছরের ন্যায় এবছরও ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে ৫৬ রকমের সবজি, মিষ্টি-সহ অন্যান্য সামগ্রীর আয়োজন করা হয়।
নবদ্বীপ: দোল পূর্ণিমার দিন সন্ধ্যায় জন্ম নিয়েছিলেন মহাপ্রভু নিমাই। গৌরাঙ্গ দেবের আরাধনায় তাই দোলের দিন থেকে শুরু হয় মহা অভিষেক পর্ব। আর দোলের পরের দিন অনুষ্ঠিত হয় মহাপ্রভুর অন্নপ্রাশন অনুষ্ঠান। এবছরও ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে অসংখ্য ভক্ত সমাগমে আয়োজিত হল ৫৬ ভোগ নিবেদনের মধ্যে দিয়ে শ্রীমান মহাপ্রভুর শুভ অন্নপ্রাশন।
সোমবার ছিল গৌড় পূর্ণিমা বা দোলযাত্রা উৎসব। পাশাপাশি শ্রীচৈতন্যভূমি মেতে উঠেছিল লক্ষাধিক ভক্তের সমাগমে শ্রীমান মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি উদযাপনে। সন্ধ্যায় মায়াপুর ইসকন এবং নবদ্বীপের শ্রীচৈতন্যের জন্মস্থান ও ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে অনুষ্ঠিত হয় মহা অভিষেক অনুষ্ঠান। আর পরের দিন অর্থাৎ মঙ্গলবার বিষ্ণুপ্রিয়া দেবী সেবিত ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে শ্রীমান মহাপ্রভুর শুভ অন্নপ্রাশন অনুষ্ঠান উদযাপন।
advertisement
আরও পড়ুন- চমকে দেওয়া খবর! জনপ্রিয় বাঙালি পরিচালকের হাত ধরে সিনেমায় নামছেন উরফি জাভেদ! নাম শুনলে আঁতকে উঠবেন
advertisement
বিগত বছরের ন্যায় এবছরও ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে ৫৬ রকমের সবজি, মিষ্টি-সহ অন্যান্য সামগ্রীর আয়োজন করা হয়। হাজারও ভক্তের উপস্থিতিতে মঙ্গলবার দুপুরবেলা থেকে শুরু হয় শ্রীমান মহাপ্রভুর অন্নপ্রাশন অনুষ্ঠান। মহাপ্রভুর অন্নব্যঞ্জন পরিবেশন করা হয় মহামূল্যবান পাত্রে। সাধারণত রুপো , পিতল, কাঁসার বাসনে পরিবেশিত হয় একাধিক পদ। অন্ন, পরমান্ন, পুষ্পান্ন, মিষ্টান্ন, তরকারি, ভাজা, পুরি, নিমকি, চাটনি-সহ একাধিক পদের আয়োজন করা হয়। সন্ধ্যায় হয় মহাপ্রসাদ বিতরণ।
advertisement
বিগত এক মাস ধরে শুরু হয়েছিল ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে দোলযাত্রা বা শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি উদযাপন। যদিও অন্নপ্রাশন উৎসব সূচনার নির্দিষ্ট সময় লিপিবদ্ধ নেই। তবে শোনা যায়, মহাপ্রভুর সেবায়েত শচীনন্দন গোস্বামীর সময় থেকে এই উৎসব জাঁকজমক আকারে পালিত হয়ে আসছে। বিষ্ণুপ্রিয়া দেবীর উত্তরাধিকার সেবায়েতরাই এই উৎসবের আয়োজন করে আসছেন এমনটাই জানা যায় মন্দির সূত্র মারফত।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 26, 2024 4:45 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: দোলের পরের দিন ৫৬ ভোগ-সহযোগে মহাপ্রভুর অন্নপ্রাশন পালন নবদ্বীপে, উপচে পড়ছে ভক্তের ভিড়









