Hooghly News: ৪০ বছর পর রাস্তায় আলো জ্বলল তারকেশ্বরের গৌরবাটিতে

Last Updated:

 ৪০ বছর পর গ্রাম জুড়ে বসতে চলেছে লাইট। অন্ধকার থেকে আলোর পথে হুগলির তারকেশ্বরের গৌরীবাটি নস্কর পাড়া দক্ষিণ গ্রাম।

+
লাইট

লাইট বসছে গ্রামে  

তারকেশ্বর: দীর্ঘ ৪০ বছর পর গ্রাম জুড়ে বসতে চলেছে লাইট। অন্ধকার থেকে আলোর পথে হুগলির তারকেশ্বরের গৌরীবাটি নস্কর পাড়া দক্ষিণ গ্রামে।জানা যায় দীর্ঘদিন ধরে লাইটের সমস্যায় ভুগছিলেন। কারণ নস্কর পাড়ার এই অংশে রাস্তা একেবারে জরাজীর্ণ, নেই পর্যাপ্ত রাস্তার লাইট। ফলে যাতায়াতে বিভিন্ন সময় সমস্যা দেখা দেয়। বিশেষ করে অসুস্থ মানুষকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে।এমত অবস্থায় পাড়ার এই অংশের ইলেকট্রিক পোস্টে বসানো হল বেশ কিছু এল ইডি লাইট।স্বাভাবিকভাবেই ৪০ বছর পর গ্রামবাসীরা এই লাইট পেয়ে খুব খুশি।
উল্লেখ্য, তৎকালীন বামফ্রন্টের সময় এই এলাকার বাসিন্দাদের ছিলনা কোন লাইটের সুব্যবস্থা। যার ফলে চরম সমস্যায় পড়তে হতো বাসিন্দাদেরকে। বারবার বিষয়টি নিয়ে প্রশাসনের দফতরে জানালেও কোন কাজ হয়নি। অবশেষে ৪০ বছর পর তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উদ্যোগে এলাকায় বসছে লাইট। এরফলে সাধারণ মানুষ থেকে পথ চলতি মানুষ অনেকটাই উপকৃত হবেন।স্থানীয় বাসিন্দারা জানান প্রত্যন্ত গ্রামের মধ্যে বসবাস করছিলাম কয়েকটি পরিবার।
advertisement
advertisement
কিন্তু রাস্তাতে লাইট না থাকার ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল প্রত্যেককেই। এমনকি কোন বাড়িতে কেউ অসুস্থ হয়ে গেলে নিয়ে যাওয়ার সমস্যা হত। বারবার বিষয়টি নিয়ে প্রশাসনকে অভিযোগ জানানোর পর অবশেষে আলোর পথ দেখল। পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ দাস জানিয়েছেন আগামী কয়েক মাসের মধ্যে বাকি ইলেকট্রিক পোস্টেও লাইট বসবে। লাইট ছাড়াও এই রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তা নিয়েও আমারা প্রশাসনকে জানিয়েছি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
আশা করব দ্রুত সমাধানের চেষ্টা করা হবে স্থানীয় বাসিন্দাদের।
Suvojit Ghosh
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: ৪০ বছর পর রাস্তায় আলো জ্বলল তারকেশ্বরের গৌরবাটিতে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement