৩৭ দিন পরে ঘরে ফিরল শুভজিতের মৃতদেহ, শোকের ছায়া ভুঁইয়াপাড়ায়

Last Updated:

ঘরে ফিরলেন শুভজিত। তবে কফিনবন্দি অবস্থায়। শোকস্তব্ধ পুরুলিয়ার ভুঁইয়াপাড়া। গবেষণার কাজে আন্টার্কটিকায় থাকতেন শুভজিত সেন। চলতি বছরের ২৬ মার্চ সেখানেই এক দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। পুরুলিয়ার সেন বাড়িতে এখন শোকের ছায়া নেমে এসেছে ৷

#পুরুলিয়া: ঘরে ফিরলেন শুভজিত। তবে কফিনবন্দি অবস্থায়। শোকস্তব্ধ পুরুলিয়ার ভুঁইয়াপাড়া। গবেষণার কাজে আন্টার্কটিকায় থাকতেন শুভজিত সেন। চলতি বছরের ২৬ মার্চ সেখানেই এক দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর।
পরিবারের তরফে শুরু হয় শুভজিতের দেহ বাড়ি ফিরিয়ে আনার তোরজোড়। দীর্ঘ আইনী জটিলতা কাটিয়ে মৃত্যুর ৩৭ দিন পর শনিবার সকালে বাড়ি এল ছেলের কফিনবন্দি দেহ।
advertisement
advertisement
পরিবার সূত্রে খবর ছোটবেলা থেকে প্রতিকূল পরিবেশের তোয়াক্কা না করেই শুভজিত নিজের প্রতিভা বিকশিত করেছিলেন  ৷ বাবা-মা জানতেন অভাবের সংসার হলেও ছেলে একদিন মানুষ হবেই, মুখ উজ্জ্বল করবে সবার ৷  ছেলের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা গ্রামে ৷
advertisement
এলাকায় মেধাবী ছেলে বলে পরিচিত শুভজিতকে শেষ শ্রদ্ধা জানাতে শিমুলিয়া শ্মশানে উপস্থিত ছিলেন বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন  সহ প্রতিবেশীরাও ৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
৩৭ দিন পরে ঘরে ফিরল শুভজিতের মৃতদেহ, শোকের ছায়া ভুঁইয়াপাড়ায়
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement