মাদকের চড়া দাম ! পড়ুয়ারা ঝুঁকছে এই নেশায়

Last Updated:

মাদক দ্রব্যের দাম চড়া হাত খরচের টাকায় কুলোয় না হেরোইন কিনতে ৷ সস্তায় নেশা করার প্রবণতা বশতই তরুণ প্রজন্ম ঝুঁকছে ইঞ্জেকশনের মাধ্যেমে নেশায় ৷ তবে বেশির ভাগই এই নেশার বশবর্তী হয়েছে স্কুল পড়ুয়ারা ৷ অনেকদিন ধরেই পুলিশের কাছে অভিযোগ আসছিল কিন্তু এবার হাতে নাতে ধরা পড়ল ৷

#মুর্শিদাবাদ: মাদক দ্রব্যের দাম চড়া ৷ হাত খরচের টাকায় কুলোয় না হেরোইন কিনতে ৷ সস্তায় নেশা করার প্রবণতা বশতই তরুণ প্রজন্ম ঝুঁকছে ইঞ্জেকশনের মাধ্যেমে নেশায় ৷ তবে বেশির ভাগই এই নেশার বশবর্তী হয়েছে স্কুল পড়ুয়ারা ৷ অনেকদিন ধরেই পুলিশের কাছে অভিযোগ আসছিল কিন্তু এবার হাতে নাতে ধরা পড়ল ৷
বৃহস্পতিবার মুর্শিদাবাদে প্রচুর মাদক ইঞ্জেকশনের সিরিঞ্জ সহ ধরা পড়ল রেজাউল করিম নামে এক ব্যক্তি ৷ দফায় দফায় তাকে জেরা করে জানা যায় বাজারে মাদকের দাম চড়া হওয়ায় স্কুল পড়ুয়ারা কিনতে পারত না ৷ তাই তাদের আয়ত্তের মধ্যে থাকাতেই এই নেশায় ঝুঁকেছে পড়ুয়ার দল ৷
advertisement
advertisement
চিকিৎসকেরা জানিয়েছেন, এই মাদক শরীরের পক্ষে ক্ষতিকারক৷ এই নেশায় আগামী দিনে শরীরে বাসা বাঁধতে পারে বিভিন্ন রোগ ৷ এদিকে ধৃতকে জেরা করে চক্রের হদিশ পাওয়া যাচ্ছে আস্তে আস্তে ৷ আরও এক অভিযুক্ত রবিউলের বিরুদ্ধে তল্লাশি চলছে ৷ ধৃত রেজাউলকে আদালতে তোলা হয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
মাদকের চড়া দাম ! পড়ুয়ারা ঝুঁকছে এই নেশায়
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement