বদলে যাবে মহিষাদল রাজবাড়ি ঘিরে পর্যটন? ক'দিনের মধ্যে ব্যাপক পরিবর্তন আসছে পূর্ব মেদিনীপুরে!
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Saikat Shee
Last Updated:
রাজবাড়ির রথের সময় দেশ-বিদেশের পর্যটকেরা ভিড় করেন। কিন্তু উপযুক্ত মানের গেস্ট হাউস না থাকায় পর্যটকদের সমস্যায় পড়তে হয়। এবার থেকে তা আর নয়!
মহিষাদল: বদলে যাবে মহিষাদল রাজবাড়ি ঘিরে পর্যটন দারুণ উদ্যোগ প্রশাসনের। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল রাজবাড়ি অন্যতম ঐতিহাসিক স্থান। প্রতিবছর নানা সময়ে বহু মানুষ বেড়াতে আসেন। বিশেষ করে রাজবাড়ির রথের সময় দেশ-বিদেশের পর্যটকেরা ভিড় করেন। কিন্তু উপযুক্ত মানের গেস্ট হাউস না থাকায় পর্যটকদের সমস্যায় পড়তে হয়। বিধায়ক তহবিলের টাকায় প্রশাসনের উদ্যোগে গড়ে উঠছে নতুন গেস্ট হাউস। ফলে আর রাজবাড়ি ঘিরে পর্যটন কেন্দ্র আরও সুন্দর হয়ে উঠবে। আর মাত্র কয়েকদিন পরেই পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন মানচিত্রটাই বদলে যাবে। তার একটাই কারণ দিঘার জগন্নাথ মন্দির।
advertisement
advertisement
একদিকে দিঘায় সেজে উঠছে জগন্নাথ মন্দির। অপরদিকে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল রাজবাড়ির প্রাচীন জগন্নাথ দেবের মাসির বাড়িতে এবার নয়া উদ্যোগ। ১৮ লক্ষ টাকা ব্যয়ে মাসির বাড়িতে তৈরি করা হচ্ছে অতিথি শালা। অতিথি শালার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক চক্রবর্তী শুরু হয়েছে নির্মাণ কার্য। কয়েকশো বছরের পুরানো মহিষাদল রাজবাড়ির শতাব্দী প্রাচীন রথযাত্রাকে কেন্দ্র করে বরাবরই জেলার মানুষের উদ্দীপনা ছিল তুঙ্গে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বহু দূর-দূরান্ত থেকে মহিষাদল রাজবাড়ি, রথ ও মাসির বাড়ি দেখতে পর্যটকরা ভিড় জমান বছরের বিভিন্ন সময়ে দেশ-বিদেশের পর্যটকেরা মহিষাদল রাজবাড়ি ঘুরে দেখতে আসছেন।
advertisement
কিন্তু নানা সময় পর্যটকদের থাকার জায়গা নিয়ে চিন্তায় পড়তে হত। এবার আর সেই চিন্তা নয়! মহিষাদল রাজবাড়ির জগন্নাথ দেবের মাসির বাড়িতেই নতুন উদ্যোগ। ১৮ লক্ষে জগন্নাথের মাসির বাড়িতে এবার গেস্টহাউস বা অতিথি শালা। এ বিষয়ে মহিষাদলের বিধায়কতিলক চক্রবর্তী জানিয়েছেন, “মাসির বাড়িতে বহু পারিবারিক আচার অনুষ্ঠানে এই অতিথি শালা কাজে দেবে। ওপরের রুমগুলি পারিবারিক অনুষ্ঠানে ব্যবহারের পাশাপাশি পর্যটকরাও থাকতে পারবেন।” জানা গেছে, এই অতিথি শালার নীচ তলায় থাকবে হলঘর। যেখানে বিশেষ বিশেষ দিনে ভোগ প্রসাদ খাওয়ানোর পাশাপাশি পারিবারিক অনুষ্ঠানে ব্যবহার করা যাবে ওই ঘরটি।
advertisement
দোতালায় থাকবে বেশ কয়েকটি রুম। পর্যটকরা চাইলে সেই রুম বুকিং করে থাকতে পারবেন। রাজকীয় আমেজ উপভোগ করতে পারবেন রুম থেকে। প্রাথমিকভাবে মাসি বাড়ি পরিচালন কমিটির তরফ থেকে ১৮ লক্ষ টাকা খরচ হিসেবে ধরা হয়েছে। ভিত্তি প্রস্তর স্থাপনের পরেই জোর কদমে শুরু হয়েছে অতিথি শালা নির্মাণের কাজ। রথের আগে এই অতিথি শালা নির্মাণ কার্য শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
সৈকত শী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 19, 2025 5:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বদলে যাবে মহিষাদল রাজবাড়ি ঘিরে পর্যটন? ক'দিনের মধ্যে ব্যাপক পরিবর্তন আসছে পূর্ব মেদিনীপুরে!