North 24 Parganas News: কোর্টের নির্দেশের পর তবে কি এবার ১২ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ সম্ভব হবে!

Last Updated:

কোর্টের নির্দেশের পর তবে কি এবার ১২ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ সম্ভব হবে!

+
জাতীয়

জাতীয় সড়ক

উত্তর ২৪ পরগনা: তবে কি এবার উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ রক্ষাকারী গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক এন এইচ ১২ রাস্তা সম্প্রসারণ এর জট কাটল? ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে আমডাঙা এলাকায় রাস্তা সম্প্রসারণ নিয়ে তৈরি হওয়ার সমস্যা সমাধানে রাজ্যকে কড়া হাতে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
আর তাই জেলা প্রশাসনের উপস্থিতিতে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে আগামী ১ মার্চ থেকে আমডাঙা এলাকা দিয়ে যাওয়া জাতীয় সড়ক সংস্কারের কাজ শুরু করতে হবে। কোনও অজুহাতেই যাতে জাতীয় সড়কের কাজ না আটকায় সেদিকেও নজর রাখতে বলা হয়েছে। ওই এলাকার জমিদাতাদের ক্ষতিপূরণ হিসেবেও সরকার অর্থ বরাদ্দ করেছে রাজ্যকে বলেও জানা গিয়েছে।
advertisement
advertisement
গত দু’মাস ধরে এ সব গোলমালের কারণেই সম্প্রসারণের কাজ আটকে রয়েছে বলে জাতীয় সড়ক কর্তৃপক্ষ হাইকোর্টে জানিয়েছে। জট কাটাতে জমিদাতাদের সঙ্গে একাধিকবার বৈঠক করে প্রশাসন এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ। কিন্তু অবস্থা তেমন বদলায়নি।
advertisement
বারংবার কাজে বাধা দেন এলাকার লোকজন। দীর্ঘক্ষণ জাতীয় সড়কও অবরোধ করা হয়। কলকাতার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগের অন্যতম লাইফ লাইন এই ১২ নম্বর জাতীয় সড়ক হওয়ার কারণে, ডাকবাংলো মোড় থেকে জেলা সদর হয়ে আমডাঙার সন্তোষপুর পর্যন্ত রাস্তার সম্প্রসারণ সম্ভব হলেও, আমডাঙার সন্তোষপুর থেকে রাজবেড়িয়া মোড় পর্যন্ত সম্প্রসারণ আটকে দীর্ঘ বছর ধরে। তবে কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পর এবার জটিলতা কাটিয়ে সংস্কার সম্ভব হয় কিনা জাতীয় সড়কের এখন সেদিকেই তাকিয়ে সকলে।
advertisement
Rudra Narayan Roy
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: কোর্টের নির্দেশের পর তবে কি এবার ১২ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ সম্ভব হবে!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement