হঠাৎ গজিয়ে উঠেছে ইটভাটা! মাছরাঙা দ্বীপে অভিযান
- Published by:Kaustav
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
কাটাখালি নদীর মাঝে একসময় ছিল সবুজে ঘেরা সরকারি জমির উপর গড়ে ওঠা মাছরাঙা দ্বীপ। ছোট্ট একটি খাল বয়ে গিয়ে দ্বীপটির প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছিল। কিন্তু সম্প্রতি সেই খালটি জোর করে ভরাট করে অবৈধভাবে দখল করা হয়েছে জমিটি
হাসনাবাদ, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: হাসনাবাদের মাছরাঙা দ্বীপে অভিযান জেলা ভূমি কর্মাধ্যক্ষ সহ প্রশাসনিক আধিকারিকদের। হাসনাবাদের মাছরাঙা দ্বীপে গজিয়ে ওঠা বেআইনি জমির হালহকিকত ক্ষতিয়ে দেখতে অভিযান চালান প্রশাসনিক আধিকারিকরা।
উত্তর ২৪ পরগণা জেলার হাসনাবাদ মহকুমার কাটাখালি নদীর মাঝে একসময় ছিল সবুজে ঘেরা সরকারি জমির উপর গড়ে ওঠা মাছরাঙা দ্বীপ। ছোট্ট একটি খাল বয়ে গিয়ে দ্বীপটির প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছিল। কিন্তু সম্প্রতি সেই খালটি জোর করে ভরাট করে অবৈধভাবে দখল করা হয়েছে জমিটি। আর সেই জমির উপরই মাথাচাড়া দিয়ে উঠেছে বেআইনি ইটের ভাটা।
advertisement
আরও পড়ুন: ব্যবসায়ীদের উপর চড়াও! অভিযোগ উঠতেই ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল
এই ঘটনার খবর প্রশাসনের কানে পৌঁছতেই শুক্রবার এলাকা পরিদর্শনে যান উত্তর ২৪ পরগণার জেলা ভূমি কর্মাধ্যক্ষ আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ (এ.টি.এম. আব্দুল্লাহ) সহ একাধিক জেলা পরিষদের আধিকারিকরা। সঙ্গে ছিলেন হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি, বিডিও ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। পরিদর্শন শেষে এ.টি.এম. আব্দুল্লাহ স্পষ্ট জানান, এই জমি জেলা পরিষদের। কোনও প্রকার বৈধ অনুমতি বা বৈধ কাগজপত্র ছাড়া বেআইনি উপায়ে ইটভাটা তৈরি হয়েছে। তিনি বলেন, আমরা সমস্ত কিছু খতিয়ে দেখলাম। পরবর্তীতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রশাসনের এমন পদক্ষেপে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের আশা, অবৈধ দখলদারদের হাত থেকে মাছরাঙা দ্বীপ খুব শিগগিরই মুক্ত হবে এবং আবারও তার স্বাভাবিক রূপ ফিরে পাবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 30, 2025 6:28 AM IST