East Bardhaman News: বাউল গান, সঙ্গে আদিবাসী নৃত্য...নাম মাত্র টাকায় বসন্ত উৎসব যাপনের দুর্দান্ত সুযোগ! ঘরের কাছেই..

Last Updated:

রিসর্টের মধ্যেই রয়েছে বাউল গান শোনার ব্যবস্থা। তবে বসন্ত উৎসবের দিনে আরও অনেক বাউল শিল্পী আছেন যাঁরা এই রিসর্টে এসে উপস্থিত হবেন। এই প্রসঙ্গে রিসর্টে উপস্থিত অসীম দাস বাউল জানান, তিনি এই রিসর্টে প্রথম থেকেই আছেন। তিনি বলেন, এখানে দুবছর ধরে বসন্ত উৎসব হয়ে আসছে। এবছর সকলকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আরও নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করছেন তাঁরা। বসন্ত উৎসবের দিন থাকবে স্পেশাল বাউল গান, নাচ, আরও অনেক কিছু।

+
বাউল

বাউল গান 

পূর্ব বর্ধমান: কথায় আছে বাঙালির বার মাসে তের পার্বণ। সেরকমই শীতের মরসুম শেষ হতে না হতেই আবারও চলে এল নতুন একটা উৎসব। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা৷ তার পরই বসন্ত উৎসব। এই বসন্ত উৎসবে মেতে ওঠেন আপামর বাঙালি। প্রত্যেকেই নিজেরা নিজেদের মতো করে উদযাপন করেন বসন্ত উৎসব।
তবে অনেকেরই বসন্ত উৎসবের নাম শুনলেই মনে পড়ে শান্তিনিকেতনের কথা। বহু জনই আছেন যাঁদের ইচ্ছা হয় শান্তিনিকেতনে গিয়ে বসন্ত উৎসব উদযাপন করার। তবে কাজের চাপে, হাজারও ব্যস্ততার মাঝে সেটা হয়ে ওঠেনা অনেকেরই। তবে এবার আর চিন্তার কোনও কারণ নেই। শান্তিনিকেতন না হলেও ওখানকার আদলে বসন্ত উৎসবের আয়োজন করা হয় পূর্ব বর্ধমান জেলার একটি জায়গায়। জানেন সেই জায়গার নাম?
advertisement
আরও পড়ুন: অবিশ্বাস্য লক্ষ্যভেদ! সোনা জিতে পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল করলেন বাংলার মেয়ে মন্দিরা রাজবংশী
পূর্ব বর্ধমান জেলাতেই রয়েছে অরণ্য রিসর্ট। আর এই রিসর্টে প্রত্যেক বছর শান্তিনিকেতনের আদলে বসন্ত উৎসব উদযাপনের ব্যাবস্থা করা হয়। এই প্রসঙ্গে রিসর্টের তরফ থেকে শেখ রহমান বলেন, ‘‘শান্তিনিকেতনের আদলে এখানে বসন্ত উৎসব উদযাপনের ব্যবস্থা করা হয়েছে। যাঁরা এখানে আসবেন তাঁদের জন্য সবরকম ব্যবস্থা থাকবে। এই মনোরম পরিবেশে এলে সকলেরই খুবই ভাল লাগবে। কেউ এখান থেকে নিরাশ হিয়ে ফিরে যাবেন না। শহর থেকে দূরে একদম নির্জন পরিবেশে এই রিসর্ট রয়েছে। রিসর্টে প্রবেশ করলেই শান্ত মনোরম পরিবেশ দেখে মুগ্ধ হবেন অনেকেই। বসন্ত উৎসবের দিনে আদবাসি নৃত্য, নাচ, গান সঙ্গে বাউল গান সহ জমজমাট হয়ে উঠবে অরণ্য রিসর্ট। রিসর্টের কথায় সেদিন বহু মানুষই ভিড় জমান এই সুন্দর মনোরম পরিবেশে বসন্ত উৎসব উদযাপন করার জন্য।’’
advertisement
advertisement
রিসর্টের মধ্যেই রয়েছে বাউল গান শোনার ব্যবস্থা। তবে বসন্ত উৎসবের দিনে আরও অনেক বাউল শিল্পী আছেন যাঁরা এই রিসর্টে এসে উপস্থিত হবেন। এই প্রসঙ্গে রিসর্টে উপস্থিত অসীম দাস বাউল জানান, তিনি এই রিসর্টে প্রথম থেকেই আছেন। তিনি বলেন, এখানে দুবছর ধরে বসন্ত উৎসব হয়ে আসছে। এবছর সকলকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আরও নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করছেন তাঁরা। বসন্ত উৎসবের দিন থাকবে স্পেশাল বাউল গান, নাচ, আরও অনেক কিছু।
advertisement
আরও পড়ুন: বিদ্যুৎ চুরি করছেন! সাবধান হয়ে যান! এবার কিন্তু কড়া পদক্ষেপ…সতর্কবার্তা জারি করল বিদ্যুৎ দফতর
শুধুমাত্র বসন্ত উৎসবের কথা মাথায় রেখে সেইদিন এই রিসর্টে একটা বিশেষ প্যাকেজের ব্যবস্থা করা হয়েছে। মাত্র ৩৯০ টাকাতেই পাওয়া যাবে ফ্রায়েড রাইস, চিলি চিকেন সহ আরও ৭ রকমের আইটেম। চলতি ইংরেজি মাসের ২৫ তারিখ রিসর্টে বসন্ত উৎসব উদযাপন করা হবে। অনুষ্ঠান শুরু হবে সকাল ৯ টা থেকে। রিসর্টের কথায় শান্তিনিকেতনের অনুভূতি পাওয়া যাবে এই রিসর্টে। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের একদম কাছেই রয়েছে এই রিসর্ট। চাইলে আপনারাও ধামসা মাদলের শব্দে, বাউল গানের তালে একটা দিন কাটাতে পারেন এই রিসর্টে। রিসর্টে আয়োজিত বসন্ত উৎসবে অংশগ্রহণ করার জন্য যোগাযোগ করতে হবে 9083359658 এই নম্বরে।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: বাউল গান, সঙ্গে আদিবাসী নৃত্য...নাম মাত্র টাকায় বসন্ত উৎসব যাপনের দুর্দান্ত সুযোগ! ঘরের কাছেই..
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement