তীর্থনগরীতে অদিতি মুন্সি! রাস্তার ধারে মানুষের ঢল, ভিড়ে ঠাঁসা রোড শো
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Aditi Munshi: রাস্তার ধারে অদিতি মুন্সিকে দেখতে ভিড় উপচে পড়ল।
নদীয়া: নদীয়ার তীর্থনগরী নবদ্বীপে পঞ্চায়েত নির্বাচনের নির্বাচনী প্রচারে এলেন রাজারহাট গোপালপুরের বিধায়ক অদিতি মুন্সি।
রবিবার প্রথমে নবদ্বীপের ভালুকা বটতলায় তৃণমূলের দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শোতে অংশ নিলেন তিনি। একইসঙ্গে সাধারণ মানুষের সাথে সৌজন্য বিনিময় করলেন।
এদিনের রোড শোতে অদিতি মুন্সি ছাড়াও উপস্থিত ছিলেন নবদ্বীপ বিধানসভার বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা, নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
advertisement
আরও পড়ুন- ‘এক কেজি কাঁচা লঙ্কার দাম এক কেজি মুরগির মাংসের থেকেও বেশি’: বিস্ফোরক শতরূপ
একই সাথে এদিন নবদ্বীপ বিধানসভার চর মাজদিয়া চরব্রহ্মনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় নবদ্বীপ বাস স্ট্যান্ড থেকে গৌরনগর মোড় পর্যন্ত একটি পদযাত্রায় অংশ নেন অদিতি মুন্সি।
advertisement
এদিন অদিতি মুন্সিকে এক ঝলক দেখার জন্য রাস্তার দুই ধারে অসংখ্য মানুষ উপস্থিত হয়েছিলেন। অদিতি মুন্সিও হাসিমুখে সবার অভিবাদন গ্রহণ করেন।
রঞ্জিত সরকার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 02, 2023 8:05 PM IST