Vegetable Price Hike: 'এক কেজি কাঁচা লঙ্কার দাম এক কেজি মুরগির মাংসের থেকেও বেশি': বিস্ফোরক শতরূপ
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
Vegetable Price Hike: 'এক কেজি কাঁচা লঙ্কার দাম এক কেজি মুরগির মাংসের থেকেও বেশি,' আনাজ সহ গ্যাস ও অন্যান্য জিনিসপত্র দাম বৃদ্ধি নিয়ে বিরোধী দলনেতাকে কটাক্ষ শতরূপ ঘোষের।
তমলুক: আনাজ সহ জিনিসপত্রের দাম বৃদ্ধি নিয়ে বিরোধী দলনেতা কে কটাক্ষ শতরূপ ঘোষের চলতি সপ্তাহের শেষে শনিবার রাজ্যজুড়ে পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ! ভোট গ্রহণের আগে শেষ রবিবার প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থীদের হয়ে প্রচার মিছিল পথসভা জমে উঠেছে। এবারের পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএম সহ বামফ্রন্ট পূর্ব মেদিনীপুর জেলায় বাড়তি গুরুত্ব দিয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার সিপিআইএমের পায়ের তলার মাটি শক্ত করতে মরিয়া।
পঞ্চায়েত নির্বাচনের গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এমনকি জেলা পরিষদ সব স্তরেই প্রার্থী দিয়েছে সিপিআইএম। আর জেলায় বিভিন্ন এলাকায় প্রার্থীদের প্রচারে আসছেন রাজ্য নেতৃত্বরা। পঞ্চায়েত নির্বাচনের আগে শেষ রবিবার প্রচারে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের আসেন সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য তথা তরুণ প্রজন্মের নেতা শতরূপ ঘোষ। তমলুক ব্লকের দলীয় প্রার্থীদের প্রচারে আসেন। তিনি তমলুক ব্লকের মিরিকপুর থেকে নিকাশি বাজার পর্যন্ত পদযাত্রায় শামিল হন।
advertisement
আরও পড়ুন – Panchyat Election 2023: সুরক্ষিত নয় তাঁদের ভোট! পঞ্চায়েত ভোটে সরকারি কর্মচারীরা তুললেন গুরুতর অভিযোগ
advertisement
পদযাত্রা শেষে মিরিকপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি স্ট্রিট কর্নারও করেন তিনি। প্রসঙ্গত মিরিকপুরের ঐ বুথে শাসক দল তৃণমূল গ্রাম পঞ্চায়েত আসনে প্রার্থী দিতে পারেনি। সেখানেই দাঁড়িয়ে শতরূপ ঘোষ মন্তব্য করেন, ‘বর্তমানে বুথে প্রার্থী দেওয়ার লোক খুঁজে পাচ্ছে না তৃণমূল, আগামী দিনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়ার লোক খুজে পাবে না তৃণমূল।’ এছাড়াও দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে রাজ্য ও কেন্দ্র সরকার উভয়কেই চাঁচাছোলা ভাষায় কটাক্ষ করেন। ‘তিনি জানান বর্তমানে এক কেজি মাংসের তুলনায় এক কেজি কাঁচালঙ্কার দাম বেশি, গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে শুভেন্দু অধিকারী চুপ কেন!
advertisement
Saikat Shee
Location :
Kolkata,West Bengal
First Published :
July 02, 2023 5:47 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Vegetable Price Hike: 'এক কেজি কাঁচা লঙ্কার দাম এক কেজি মুরগির মাংসের থেকেও বেশি': বিস্ফোরক শতরূপ