Panchyat Election 2023: সুরক্ষিত নয় তাঁদের ভোট! পঞ্চায়েত ভোটে সরকারি কর্মচারীরা তুললেন গুরুতর অভিযোগ
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
Panchyat Election 2023: ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সরব হয় বিভিন্ন জায়গায় আন্দোলন করেছেন সরকারী ভোট কর্মীরা
মুর্শিদাবাদ: আগামী ৮ই জুলাই রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের গনতান্ত্রিক উৎসব অনুষ্ঠিত হবে। রবিবার ছিল পঞ্চায়েত ভোট কর্মীদের ভোট দান পর্ব। এবার বহরমপুরে বড় অভিযোগ করলেন সরকার কর্মচারীরা।
ইডি ভোট ব্যালট বক্সে না ভরার অভিযোগ বহরমপুর ব্লক অফিসে। রবিবার দুপুরে বহরমপুর ব্লক অফিসে শুরু হয় ইডি ভোট। সেই সময় ভোট দাতারা অভিযোগ তোলেন, তারা ইডি ভোট দিতে গেলে, ভোট দেবার পরে তাদের ব্যালট পেপারগুলি ব্যালট বক্সে ভরা হচ্ছে না। ফলে তাদের ভোটের গোপনীয়তা বজায় থাকবে না বলে তারা অভিযোগ তোলেন।
advertisement
আরও পড়ুন – ICC World Cup 2023: ভারত বনাম পাকিস্তান না ভারত বনাম অস্ট্রেলিয়া, দাদার মতে কার পাল্লা ভারি
advertisement
ঘটনার পরে বহরমপুর মহকুমা শাসক প্রভাত চট্টোপাধ্যায় ও বহরমপুর ব্লক আধিকারিক অভিনন্দন ঘোষ জানিয়েছেন, নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী এখন কোন ব্যালট বক্স রাখা হচ্ছে না। দিনের শেষে সমস্ত ভোট গুলিকে একটি জায়গায় করে তারপরে সেগুলিকে ব্যালট বক্সে ভরা হবে। এবং সেখানে ইচ্ছে করলে প্রার্থী ও নির্বাচনী এজেন্ট সই করতে পারেন।
advertisement
যেটা করা হচ্ছে নির্বাচনী গাইডলাইন মেনে করা হচ্ছে বলে জানানো হয়েছে। পাশাপাশি কংগ্রেস দলের পক্ষ থেকেও একই অভিযোগ তোলা হচ্ছে। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস তারা জানিয়েছেন, বিরোধীরা ভয় পেয়ে উল্টোপাল্টা বকছে। তাদের অভিযোগ ভিত্তিহীন।
advertisement
ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সরব হয় বিভিন্ন জায়গায় আন্দোলন করেছেন সরকারী ভোট কর্মীরা। তবে যারা গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করে তাদের অভিযোগ কে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়ায় রবিবার। যদিও অনেক সরকারী কর্মচারীরা তারা ভোট দান থেকে বিরত থাকেন।
Kaushik Adhikary
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 02, 2023 5:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Panchyat Election 2023: সুরক্ষিত নয় তাঁদের ভোট! পঞ্চায়েত ভোটে সরকারি কর্মচারীরা তুললেন গুরুতর অভিযোগ