Adhir Chowdhury: ময়দানে নেমে পড়লেন অধীর চৌধুরী! ডেঙ্গি মোকাবিলায় নিজেই করলেন ওষুধ-স্প্রে

Last Updated:

Adhir Chowdhury: এবার বহরমপুরে ডেঙ্গি নিধনে পথে নামলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

+
বহরমপুর

বহরমপুর শহরে মশা মারার ওষুধ স্প্রে করছেন সাংসদ অধীর চৌধুরী 

মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলাতে ইতিমধ্যেই বৃদ্ধি হয়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। লালগোলা ভগবানগোলা সহ জেলার একাধিক জায়গায় দৈনিক বৃদ্ধি হচ্ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই চার হাজারের বেশি আক্রান্ত রয়েছে ডেঙ্গি জ্বরে। তাই এবার বহরমপুরে ডেঙ্গি নিধনে পথে নামলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।
বুধবার দুপুরে অধীর চৌধুরী তিনি নিজে হাতে মশা মারার তেল স্প্রে করতে শুরু করলেন। বহরমপুর শহর কংগ্রেস এর উদ্যোগে ২১ এবং ২৪ নম্বর ওয়ার্ডে ডেঙ্গি লার্ভা দমনে কীটনাশক স্প্রে শুরু হল। বহরমপুর গান্ধী কলোনি থেকে আজ নিজেই তার অভিযান শুরু করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী।
advertisement
advertisement
অধীর চৌধুরী বলেন, মানুষকে সতর্ক করার চেষ্টা করা হচ্ছে বস্তিতে বস্তিতে যেন মানুষ সতর্ক হয়, তাই এই ডেঙ্গি নিধনে চেষ্টা করা হচ্ছে। মশার কামড়ে এই এলাকাতে নতুন করে যাতে ডেঙ্গিতে আক্রান্ত না হয়, তার জন্য স্প্রে করা দরকার। আমাদের ক্ষমতা কম, আমাদের হাতে সরকারও নেই, পৌরসভাও নেই। কিন্তু মানুষকে সচেতন করা উচিৎ। তাই পথে নেমে আজকের সচেতন করা হচ্ছে। যতটুকু ক্ষমতা আছে ততটুকু ক্ষমতা প্রয়োগ করে, মানুষের পাশে দাঁড়িয়ে যদি মশা মারার অভিযানকে যদি কিছুটা সফল করা যায় তাই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
advertisement
পাশাপাশি, মশা মারার তেল যদি ঠিকভাবে স্প্রে করা হয়, তাহলে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা অনেকটাই নিয়ন্ত্রণ আসবে। তাই আজকে থেকে বহরমপুর শহর জুড়ে মশা মারার তেল এলাকাতে এলাকাতে স্প্রে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকে তারজন্য বহরমপুর শহরের দুটি ওয়ার্ডে মশা মারার তেল স্প্রে করে মানুষকে সচেতন করার কাজ করা হচ্ছে বলেই জানিয়েছেন অধীর চৌধুরী।
advertisement
— কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Adhir Chowdhury: ময়দানে নেমে পড়লেন অধীর চৌধুরী! ডেঙ্গি মোকাবিলায় নিজেই করলেন ওষুধ-স্প্রে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement