‘আমরা দুই দাদা-র অনুগামী’-এক ব্যানারে অধীর চৌধুরীর সঙ্গে সিদ্দিকুল্লা!
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
পূর্ব বর্ধমান জেলায় জল্পনা তুঙ্গে৷
#বর্ধমান: এবার বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়তেই ব্যানার পোস্টার তাতে আলাদা মাত্রা যোগ করেছে। দাদার অনুগামী পোস্টার ব্যানার বারে বারে সংবাদ শিরোনামে এসেছে। তবে সেসব ব্যানার পোস্টারে বেশিরভাগ ক্ষেত্রেই চর্চার কেন্দ্রবিন্দুতে ছিল দাদার অনুগামী পোস্টার। প্রথমে শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে দাদার অনুগামী পোস্টার জল্পনা বাড়িয়েছিল। তারপর শুভেন্দু অধিকারীর সঙ্গে যুক্ত হয়েছিল সাংসদ সুনীল মন্ডল সহ বিভিন্ন নেতার ছবি। শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর সেই ধরনের পোস্টার দেওয়ার প্রবণতা কমেছে। তবে ফের নতুন পোস্টার জল্পনা বাড়িয়েছে পূর্ব বর্ধমান জেলায়। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সঙ্গে মঙ্গলকোটের তৃণমূল বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরীর পোস্টারকে ঘিরে এখন রাজ্য রাজনীতি জল্পনা তুঙ্গে।
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সঙ্গে তৃণমূল কংগ্রেস বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরীর পোস্টার কি তবে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে! সেই জল্পনাই এখন ঘোরাফেরা করছে পূর্ব বর্ধমান জেলার রাজনৈতিক মহলে। মঙ্গলকোটের কিষাণ মান্ডির পাশে এই ব্যানার দেখা গিয়েছে। তাতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সঙ্গে স্থানীয় বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরীর ছবি দিয়ে তাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে। স্থানীয় কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে এই ব্যানার দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। সেই ব্যানারকে ঘিরে এখন রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।
advertisement
বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়তেই এলাকায় বাড়তি সময় দিচ্ছেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী তথা মঙ্গলকোটের বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী। এলাকায় সাংগঠনিক কাজে যোগ দিতে গিয়ে বারে বারে তাঁকে দলেরই বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল ও তাঁর অনুগামীদের বাধার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ তুলেছেন মঙ্গলকোটের বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী। কিছুদিন আগেই তিনি জেলাশাসক,জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করে অনুব্রত মণ্ডলের অনুগামীদের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জানান। তাঁর অভিযোগ, এলাকায় বেআইনি বালির রমরমা কারবার চলছে দলেরই একাংশের মদতে। শুধু তাই নয়, তাঁর অনুগামীদের গাঁজা কারবারের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। মিথ্যে কেস দিয়ে তাদের গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন শাসক দলের বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তাঁর অভিযোগ, অনুব্রত মণ্ডলের অঙ্গুলিহেলনে সেসব কাজ করে করা হচ্ছে। এমনকি তাঁর অনুগামীদের দেখে নেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন মঙ্গলকোটের বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী। তাঁর দাবি, দলের শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা মেলেনি। তিনি স্পষ্ট জানিয়েছেন, অনুব্রত মণ্ডলের খবরদারিতে তিনি কাজ করতে পারবেন না। মঙ্গলকোটে তাঁকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
advertisement
advertisement
সংঘাতের এই আবহে নতুন সমীকরণের জল্পনা উসকে দিয়েছে অধীর চৌধুরীর সঙ্গে সিদ্দিকুল্লার এই ব্যানার। যদিও সিদ্দিকুল্লা চৌধুরী এই ধরনের জল্পনার কোনও বাস্তব সম্মত কারণ নেই বলে দাবি করেছেন। তিনি বলেন, আমি দলের অনুগত কর্মী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছি। আগামী দিনেও থাকবো। তাই কারা কি কারণে এই ব্যানার দিয়েছে তা আমার জানা নেই। এই ব্যানারের কোনও ভিত্তিও নেই।
advertisement
Saradindu Ghosh
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 01, 2021 5:29 PM IST