Purulia News : সরকারি ডাকঘরের ঠিকানা ভাড়া বাড়ি , একি কাণ্ড পুরুলিয়ায়!

Last Updated:

২৪ বছর ধরে ভাড়া বাড়িতে চলছে সরকারি ডাকঘর , সমস্যায় এলাকাবাসীরা!

+
ডাকঘর

ডাকঘর ভাড়া বাড়িতে

পুরুলিয়া : খাতায়-কলমে তথ্য বিনিময়ের ভরসাযোগ্য মাধ্যম ডাকঘর। এছাড়াও আর্থিক লেনদেনের ক্ষেত্রেও অগ্রনীভূমিকা পালন করে ইন্ডিয়ান পোস্টাল সার্ভিস। তবে এই ডাকঘরের ঠিকানা যদি হয় ভাড়ার বাড়ি তাহলে তো অবাক লাগবেই। ‌ বাস্তবে এমনই ঘটনা ঘটেছে পুরুলিয়ার বরাবাজারে। আর এতেই ক্ষোভে ফুঁসছেন শহরবাসী। বরাবাজার থানার বিপরীতে রয়েছে বরাভূম ডাকঘরের নিজস্ব সরকারি জায়গা। একসময় সেটি বৃহৎ আকারে ছিল, আস্তে আস্তে সেই জায়গা জবরদখল হচ্ছে। ডাকঘরের নিজস্ব জায়গা থাকা সত্ত্বেও ডাকঘর দীর্ঘদিন ধরে রয়েছে ভাড়া বাড়িতে, এমনটাই জানাচ্ছেন স্থানীয় মানুষজন ও ডাকঘরের গ্রাহকেরা।
২০০১ সাল থেকে ডাকঘরটি রয়েছে নীলমোহনপুরে রামকৃষ্ণ মাহান্তি নামে এক ব্যক্তির বাড়িতে। প্রত্যেক মাসে যার ভাড়া ৩০০০ টাকা।
advertisement
এ বিষয়ে রামকৃষ্ণ মাহান্তি বলেন , পোস্ট অফিসে নিজস্ব জায়গা রয়েছে তা তিনি জানেন। তারপরও ২০০১ সাল থেকে তার বাড়িতেই ভাড়াতে চলে এই পোস্ট অফিস। বর্তমানে তিন হাজার টাকা ভাড়া পান তিনি। পরবর্তীতে এই ভাড়া এগ্রিমেন্ট অনুযায়ী বাড়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
এ বিষয়ে এলাকার বাসিন্দারা বলেন , বর্তমানে যে এলাকায় পোস্ট অফিস রয়েছে সেটা জঙ্গলের মাঝে। তাই গ্রাহকদের ভয়ে ভয়ে সে জায়গায় যেতে হয়। ‌ মোটা টাকা নিয়ে পোস্ট অফিসে আসা-যাওয়া করলে যে-কোনও সময় বিপদ ঘটতে পারে। তাই কিছুটা হলেও আতঙ্কে থাকেন তারা। অবিলম্বে এই পোস্ট অফিস যাতে নিজস্ব জায়গায় চালু হয় সেই দাবি রেখেছেন তারা।
advertisement
ইতিমধ্যে গ্ৰাহকেরা লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন বরাভূম ডাকঘরের পোস্টমাস্টার ও উর্ধতন কর্তৃপক্ষকে। এই ডাকঘর কবে নিজস্ব জায়গায় স্থান পাবে সেদিকে তাকিয়ে বরাভূমবাসী। কবে ডাকঘর ভাঁড়াবাড়ি ছেড়ে নিজস্ব জায়গায় তৈরি হবে সেই আশাতেই রয়েছেন সকলে।
শর্মিষ্ঠা ব্যানার্জি
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News : সরকারি ডাকঘরের ঠিকানা ভাড়া বাড়ি , একি কাণ্ড পুরুলিয়ায়!
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement