Acid Attack : ছাত্রীর ওপর ভর সন্ধ্যায় অ্যাসিড হামলা কৃষ্ণনগরে! গুরুতর অসুস্থ অবস্থায় আনা হল NRS-এ
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রীকে (student) রাতেই কলকাতায় এনে এনআরএস (NRS Hospital) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনায় অভিযুক্ত পাড়ারই এক যুবক। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
#কৃষ্ণনগর: টিউশন (tution) থেকে ফেরার পথে কৃষ্ণনগরের (krishnanagar) ঘূর্ণিতে দ্বাদশ শ্রেণির ছাত্রীর ওপরে অ্যাসিড হামলা (acid attack)। আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রীকে (student) রাতেই কলকাতায় এনে এনআরএস (NRS Hospital) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনায় অভিযুক্ত পাড়ারই এক যুবক। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধে সাতটা নাগাদ টিউশন থেকে বাড়ি ফিরছিল কৃষ্ণনগরের ঘূর্ণির ওই ছাত্রী। একটা সময়ে যে বুঝতে পারে পিছু নিয়েছে কেউ। চেঁচাতে চেঁচাতে সে দৌড়ে স্থানীয় এক ক্লাবে ঢুকে পড়ে। তাঁর পিছু পিছনে থাকা যুবকও সেখানে ঢুকে পড়ে। এরপর চুলের মুটি ধরে মুখে অ্যাসিড ছুঁড়ে দেয়। সেই সময় ক্লাবের ভিতরে থাকা অন্যদের গায়েও অ্যাসিড লাগে। এই ঘটনায় সঙ্গে সঙ্গে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
advertisement
ক্লাবের সদস্যদের চিৎকার চেঁচামেচিতে সেখানে পৌঁছন এলাকার স্থানীয় বাসিন্দারা। ওই ছাত্রী-সহ সব অ্যাসিড আক্রান্তকেই প্রাথমিকভাবে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল থেকেই ওই ছাত্রীকে এনআরএস-এ রেফার করা হয়। গভীর রাতে উচ্চ মাধ্যমিক পরিক্ষাত্রীকে এনআরএস-এ ভর্তি করানো হয়।
advertisement
ক্লাবের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত যুবকের নাম অচিন্ত্য শিকারী। সেই ছাত্রীটিকে তাড়া করে ক্লাবে ঢুকে পড়ে এবং মুখে অ্যাসিড দেয়। ছাত্রীর পরিবারের তরফেও অচিন্ত্য শিকারীর নামেই কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এনআরএস-এ ভর্তি করানোর পরে ছাত্রীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রথমে চোখে দেখতে না পেলেও, পরে চিকিৎসা শুরু হওয়ার পরে সে দেখতে পাচ্ছে। হামলাকারী যুবক ছাড়াও এই দলের আরও অনেকে রয়েছে বলে অভিযোগ তুলেছে ওই আক্রান্ত ছাত্রী ও তার পরিবার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 15, 2021 11:24 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Acid Attack : ছাত্রীর ওপর ভর সন্ধ্যায় অ্যাসিড হামলা কৃষ্ণনগরে! গুরুতর অসুস্থ অবস্থায় আনা হল NRS-এ