Purba Bardhaman News: ধর্ষণের মামলায় দোষী সাব্য়স্ত করলেন বিচারক! শুনেই যা করল অভিযুক্ত, শোরগোল কাটোয়ায়

Last Updated:
কাটোয়া আদালতে শোরগোল।
কাটোয়া আদালতে শোরগোল।
#রণদেব মুখোপাধ্য়ায়, কাটোয়া: প্রায় ১২ বছরের পুরনো ধর্ষণ মামলায় দোষী সাব্য়স্ত করলেন বিচারক। আর তার কয়েক মুহূর্তের মধ্য়েই ভরা আদালত থেকে চম্পট দিল ধর্ষণে দোষী সাব্য়স্ত এক ব্য়ক্তি। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গেল পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমা আদালতে। শেষ পর্যন্ত অবশ্য় ওই অভিযুক্তের পিছনে ছুটেও নাগাল পায়নি পুলিশ। পলাতক জিতেন মাজি নামে ওই ব্য়ক্তিকে ধরতে শুরু হয়েছে তল্লাশি।
আদালত সূত্রে খবর, ২০১০ সালের এপ্রিল মাসে কেতুগ্রাম থানার ছোটপুরুলে গ্রামের দাসপাড়ায় প্রতিবেশী এক প্রতিবন্ধী বালিকাকে ধর্ষণ করার অভিযোগ ওঠে জীতেন মাজির বিরুদ্ধে। কেতুগ্রাম  থানার পুলিশ কয়েকদিনের মধ্যেই অভিযুক্ত জীতেনকে গ্রেফতার করে আদালতে পেশ করে। এর মাস দেড়েকের মধ্য়েই অবশ্য় জামিন পেয়ে যায় জিতেন মাজি। শেষ পর্যন্ত ২০২২ সালের নভেম্বর মাসে মামলার শুনানি শেষ হয়। আজ ছিল মামলায় রায় ঘোষণার দিন।
advertisement
advertisement
আদালতের নির্দেশে এ দিন দুপুরে হাজিরা দেন জিতেন মাজি। কাটোয়া মহকুমা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক সুকুমার সূত্রধর জিতেনকে এই মামলায় দোষী সাব্য়স্ত করে। বিচারক জানিয়ে দেন, জিতেনের সর্বনিম্ন দশ এবং সর্বাধিক যাবজ্জীবন জেলের সাজা হবে। যদিও এ দিন শাস্তি ঘোষণা করেননি বিচারক। দোষী সাব্য়স্ত করে তার জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। জিতেন মাজিকে এজলাসের লক আপে যাওয়ার নির্দেশ দেন তিনি।
advertisement
আরও পড়ুন: 'তৃণমূল ওষুধের কোম্পানি, আমরা মেডিক্য়াল রিপ্রেজেন্টেটিভ!' বললেন হাওড়ার তৃণমূল বিধায়ক
বিচারক এই নির্দেশ দেওয়ার পরই আদালত কক্ষ থেকে গা ঢাকা দেয় জিতেন। সেই সময় অন্য় একটি মামলার কাজ নিয়ে ব্য়স্ত হয়ে পড়েন আইনজীবী এবং আদালতের অন্য়ান্য় কর্মীরা। সেই সুযোগেই চম্পট দেয় জিতেন। যেহেতু জিতেন জামিনে মুক্ত ছিল, তাই পুলিশকর্মীরাও তার দিকে প্রথমে খুব একটা নজর দেননি বলে অভিযোগ। বিষয়টি নজরে আসতেই জিতেনের খোঁজ শুরু হয়। ততক্ষণে অবশ্য় আদালত চত্বর ছেড়ে পালিয়ে যায় জিতেন।
advertisement
জিতেন পালিয়ে গেলেও তার বাবা বিজয় মাজিকে পুলিশের হাতে তুলে দেয় ওই সাজা প্রাপ্ত আসামীর আইনজীবী নির্মল মণ্ডল। কাটোয়া থানার পুলিশ পলাতক জীতেন মাজির খোঁজ শুরু করেছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Bardhaman News: ধর্ষণের মামলায় দোষী সাব্য়স্ত করলেন বিচারক! শুনেই যা করল অভিযুক্ত, শোরগোল কাটোয়ায়
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement