Accident: চা খেতে খেতে বাস চালাচ্ছে চালক? নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারে ধাক্কা মারতেই পিষে গেলেন মহিলা! মর্মান্তিক
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:RAHI HALDAR
Last Updated:
Accident: এক হাতে স্টিয়ারিং, এক হাতে চায়ের ভাঁড় নিয়ে বাস চালাচ্ছিল চালক।
হুগলি: নিয়ন্ত্রণ বিহীন বাসের সঙ্গে পণ্যবাহী ডাম্পারের সংঘর্ষের আহত ৬ জন যাত্রী মৃত ১ যাত্রী। ঘটনাটি ঘটেছে হুগলির পোলবার আলিনগরে। আহতদের উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ আটক করেছে বাসটিকে। অন্যদিকে, ঘটনার ওই থেকে বাস চালক পলাতক। মৃত যাত্রী বছর ৩৫ বয়সী নিলুফা বেগম ইয়াসমিন।
স্থানীয় সূত্রে খবর, একহাতে স্টিয়ারিং এক হাতে চায়ের ভাঁড় নিয়ে বাস চালাচ্ছিলেন চালক। সেই সময় নিয়ন্ত্রণ হারায় বাসটি, নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গাছে ধাক্কা মারে তারপর উল্টো দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে সংঘর্ষ হয়। বাসটির পিছন দিকে ধাক্কা লাগে ডাম্পারের সঙ্গে। সেই ঘটনায় মাথায় আঘাত লেগে মৃত্যু হয় এক যাত্রীর। মৃতা চুঁচুড়া মনসাতলার বাসিন্দা বছর ৩৫ এর নিলুফা বেগম ইয়াসমিন।
advertisement
আরও পড়ুন: ডাল-ভাতের সঙ্গে গরম গরম এই সাদা ফুলের বড়া খান, কৃমি-কোষ্ঠকাঠিন্য দূর হবে!
মৃতের পরিবার সূত্রে খবর, দাদপুরের বালিকুখারি গ্রামে তার এক আত্মীয় প্রয়াত হয়েছিলেন সেই বাড়ি থেকে ফিরছিলেন। সেই সময় এই মর্মান্তিক ঘটনা।পুলিশ সূত্রে খবর, চুঁচুড়া তারকেশ্বর ১৭ নম্বর রুটের বাসটি যাত্রী নিয়ে তারকেশ্বর থেকে চুঁচুড়া ফিরছিল। আলিনগরে একটি ত্রিপল কারখানার কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি গাছে ধাক্কা মারে।ডানদিকে কাটিয়ে রাস্তায় উঠতেই বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে সংঘর্ষ হয়।
advertisement
advertisement
গাছে ধাক্কা এবং নিয়ন্ত্রণ হারানোয় বাসের যাত্রীরা অনেকেই আসন ছেড়ে পরে যান। এক যাত্রী বাসের ঝাঁকুনিতে মাথা বেরিয়ে যায়। ডাম্পারের পিছনে লেগে মাথা থেঁতলে যায়। পোলবা থানার পুলিশ স্থানীয়দের সাহায্যে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বাসটিকে আটক করেছে পুলিশ। চালক পলাতক। পুলিশ সূত্রে খবর, বাসটির চালক আলিনগর থেকে চা কিনে চা খেতে খেতে বাস চালাচ্ছিল।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 04, 2024 7:51 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident: চা খেতে খেতে বাস চালাচ্ছে চালক? নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারে ধাক্কা মারতেই পিষে গেলেন মহিলা! মর্মান্তিক