Accident: কীভাবে হল ভয়াবহ দুর্ঘটনা? এবার সামনে এল ভারত সেবাশ্রম সংঘের মহারাজের মর্মান্তিক মৃত্যুর আসল কারণ
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:Sujit Bhoumik
Last Updated:
Accident: দুর্ঘটনায় ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী ও সেবকের মৃত্যু। গাড়িটি কলকাতার ভারত সেবাশ্রম সংঘের একটি আশ্রম থেকে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের আশ্রমে আসছিল।
সুজিত ভৌমিক, মহিষাদল: দুর্ঘটনায় ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী ও সেবকের মৃত্যু। গাড়িটি কলকাতার ভারত সেবাশ্রম সংঘের একটি আশ্রম থেকে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের আশ্রমে আসছিল। দুর্ঘটনার খবরে, কলকাতার পাশাপাশি মহিষাদলের আশ্রমেও শোকের ছায়া।
আরও পড়ুনঃ জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ভারত সেবা সংঘের মহারাজ-সহ ২! আহত ৫
সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা হাওড়ায়। বাগনানের কাছে জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভারত সেবাশ্রম সংঘের এক সন্ন্যাসী ও এক সেবকের। আহত হয়েছেন আরও পাঁচ জন সেবক। সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। কলকাতার বালিগঞ্জের ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয় থেকে জানানো হয়েছে, ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী শুভঙ্করানন্দ মহারাজ (৫৫) ও সেবক বাসুদেবের (৬০) মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন স্বামী অমরানন্দ মহারাজ। খবর পেয়ে মহিষাদল ভারত সেবাশ্রম আশ্রমের মহারাজ-সহ অন্যান্যরাও হাসপাতালে গিয়েছেন।
advertisement
মহিষাদল আশ্রমের গৌতম মহারাজ জানান, ‘বাসন্তী পুজোর প্রস্তুতি খতিয়ে দেখতেই কলকাতা থেকে মহারাজ এবং সেবকরা আসছিলেন। আসার পথে ভয়ংকর দুর্ঘটনা এবং মর্মান্তিক মৃত্যু। গাড়ির চালক ঘুমিয়ে পড়ার কারণেই এই দুর্ঘটনা বলে গৌতম মহারাজ জানান।
advertisement
জানা গিয়েছে, গাড়িটি কলকাতার গড়িয়ার ভারত সেবাশ্রম সংঘের একটি আশ্রম থেকে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের দিকে যাচ্ছিল। হাওড়ার বাগনান লাইব্রেরি মোড়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উল্টো দিকের লেনে ঢুকে পড়ে। সেই সময় উল্টো দিক থেকে আসা বালি বোঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতেই মৃত্যু হয় ওই সন্ন্যাসী এবং সেবকের।
advertisement
পাশাপাশি ওই গাড়িতে থাকা অন্য একজন সন্ন্যাসীর মাথায় গুরুতর চোট লেগেছে। গাড়ির চালক-সহ মোট ৫ জন আহত বলে খবর। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
advertisement
হাওড়ার বাগনানে লাইব্রেরি মোড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পর পর গাড়িতে ধাক্কা। মৃত ২ আহত ৫। জানা গিয়েছে, কলকাতার বালিগঞ্জ ভারত সেবা সংঘ থেকে একটি ৪০৭ গাড়ি মহিষাদলে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্য যাওয়ার সময়ই বাগনান লাইব্রেরি মোড়ে নিয়ন্ত্রন হারিয়ে পাশের লেনে চলে গিয়ে বালি বোঝাই লরিতে ধাক্কা। তার পিছনে আরও একটি প্রাইভেট গাড়ি ধাক্কা মারে। ঘটনায় ভারত সেবা সংঘের স্বামী সুভাষ মহারাজের মৃত্যু। মৃত আর ও কর্মী। ঘটনার জেরে নম্বর জাতীয় সড়কে যানজট। ঘটনাস্থলে বাগনান থানার পুলিশ। আহতরা উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ হাসপাতালে ভতি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 17, 2025 1:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident: কীভাবে হল ভয়াবহ দুর্ঘটনা? এবার সামনে এল ভারত সেবাশ্রম সংঘের মহারাজের মর্মান্তিক মৃত্যুর আসল কারণ