Accident News:কাশীপুরে মর্মান্তিক দুর্ঘটনা, স্কুল যাওয়ার পথে বাসের চাকা পিষে দিল পড়ুয়াকে

Last Updated:

কাশীপুরে মর্মান্তিক দুর্ঘটনা, স্কলে যাওয়ার পথেই প্রাণ হারাল পড়ুয়া। কাশীপুর থানা এলাকার সিআইডি মোড়ে, স্কুল যাওয়ার সময় বাসের চাকায় পিষে গেল কাশীপুর কেন্দ্রীয়‍ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র

কাশীপুরে মর্মান্তিক দুর্ঘটনা, স্কলে যাওয়ার পথেই প্রাণ হারাল পড়ুয়া
কাশীপুরে মর্মান্তিক দুর্ঘটনা, স্কলে যাওয়ার পথেই প্রাণ হারাল পড়ুয়া
কাশীপুর, দক্ষিণ ২৪ পরগনা: কাশীপুরে মর্মান্তিক দুর্ঘটনা, স্কলে যাওয়ার পথেই প্রাণ হারাল পড়ুয়া। কাশীপুর থানা এলাকার সিআইডি মোড়ে, স্কুল যাওয়ার সময় বাসের চাকায় পিষে গেল কাশীপুর কেন্দ্রীয়‍ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। জানা যায়, সাইকেল নিয়ে স্কুল যাচ্ছিল ছাত্র। সকাল ১০.৪৫ নাগাদ বিটি রোডের উপর ২৩৪ রুটের একটি বাসের সামনের বাঁ দিকের চাকায় পিষ্ট হয়ে যায় ছাত্র। তড়িঘড়ি তাকে উদ্ধার করেস্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাফিক পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন।রাস্তা পারাপারের জন্য যে অংশ বরাদ্দ থাকে, সেখানে ট্রাফিক পুলিশ থাকেন না। ফলে ব‍্যস্ত রাস্তায় দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। পাশাপাশি উঠে আসছে বাসেদের রেশারেশির প্রসঙ্গ। নিত্যদিন রাজ্যের কোনও না কোনও অংশে বাসের রেশারেশিতে দুর্ঘটনার ঘটনা সামনে আসছে। বুধবার সল্টলেকের সেক্ট ফাইভে বাসের ধাক্কায় গুরুতর আহত হন বৃদ্ধ ও বৃদ্ধা। তাঁদের উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন বৃদ্ধার মৃত্যু হয়। বৃদ্ধার নাম আরতি দাস (৬০)।  বৃদ্ধ অসীম দাস(৭০) । ঘাতক বাস ও বাসের চালককে আটক করে বিধাননগর ইলেকট্রনিক্স থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident News:কাশীপুরে মর্মান্তিক দুর্ঘটনা, স্কুল যাওয়ার পথে বাসের চাকা পিষে দিল পড়ুয়াকে
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement