'চাকরি ছাড়ার পর বাড়ির লোক আর জানতে চাইছে না আর রুটি লাগবে কি না...' যুবকের করুণ জবানবন্দিতে অবাক নেটদুনিয়া
- Published by:Rachana Majumder
- trending desk
Last Updated:
কিন্তু সম্প্রতি চাকরি ছেড়ে বাড়ি ফিরে আসার পর পরিস্থিতি বদলে গেল। তিন দিন ধরে বেকার থাকা এবং নতুন সুযোগের অপেক্ষায় থাকার অবস্থায় বাবার সঙ্গে একটি সংক্ষিপ্ত কথোপকথন তাঁকে গভীরভাবে আহত করে।
চাকরি ছাড়ার পর মুখোমুখি হওয়া কঠিন বাস্তবতা আর এক যুবকের ভিডিও- এটাই এখন অনলাইনে দ্রুত প্রচারিত হচ্ছে। ক্লিপে এই যুবক অতীতের কথা মনে করে বলছেন যে, আগে যখন তিনি কাজ সেরে বাড়িতে ফিরে আসতেন, তখন মা খেতে দিয়ে মধুর ভাবে জিজ্ঞাসা করতেন যে তিনি আরও রুটি চান কি না।
কিন্তু সম্প্রতি চাকরি ছেড়ে বাড়ি ফিরে আসার পর পরিস্থিতি বদলে গেল। তিন দিন ধরে বেকার থাকা এবং নতুন সুযোগের অপেক্ষায় থাকার অবস্থায় বাবার সঙ্গে একটি সংক্ষিপ্ত কথোপকথন তাঁকে গভীরভাবে আহত করে। যখন তিনি খাচ্ছিলেন, তখন তাঁর বাবা অকপটে মন্তব্য করেছিলেন যে যদি তিনি আরও দুটো রুটি চান, তাহলে তাঁকে তা দেওয়া হোক। বাবার এই মন্তব্য তাঁকে নিজের বাড়িতে অবাঞ্ছিত বোধ করায়। তিনি বলেন, চাকরি হারানোর পর তাঁর নিজের পরিবারের আচরণও বদলে গিয়েছে। তাঁর ভিডিওর মাধ্যমে তিনি যুবকদের উপার্জনের উপর মনোযোগ দেওয়ার আহ্বান জানান।
advertisement
advertisement
advertisement
ইনস্টাগ্রামে ওই যুবক বলেন, ‘তিন দিন আগে আমি আমার চাকরি ছেড়ে বাড়ি ফিরে এসেছিলাম। আমি আগে যখন বাড়ি ফিরতাম, সেই সময়ে যখন আমি পৌঁছতাম, আমার মা জিজ্ঞাসা করতেন যে আমি কি আরও একটা বা দুটো রুটি নেব। তিনি ভাল ব্যবহার করছিলেন, কারণ তাঁর ছেলে উপার্জন করছেন। কিন্তু এখন তিন দিন ধরে চাকরি ছাড়া অবস্থায় বাড়িতে থাকার সময়ে আমি এখনও অতিরিক্ত রুটি পাইনি। গতকাল আমার বাবা বলেছিলেন, যদি সে আরও দুটো রুটি চায়, তাহলে তাকে আরও দুটো রুটি দাও। সেই মুহূর্তে আমার খুব খারাপ লেগেছিল। মনে হয়েছিল যখন আমি অর্থ উপার্জন করি, তখন আমার সম্মান থাকে এবং যখন আমি উপার্জন করি না, তখন আমার কোনও সম্মান থাকে না। যদি আপনার টাকা বা চাকরি না থাকে, তাহলে আপনার নিজের পরিবারও আপনাকে সম্মান করবে না। তাই সব ছেলেদের কাছে আমার সহজ অনুরোধ, টাকা উপার্জন করুন। যা আপনার জন্য উপযুক্ত, সেই ভাবে উপার্জন করুন। যদি আপনার টাকা থাকে, তাহলে আপনার সম্মান আছে। যদি না থাকে, তাহলে আপনার কিছুই নেই।’
advertisement
পোস্টটির প্রতিক্রিয়া জানিয়ে একজন ইউজার লিখেছেন, ‘শুধুমাত্র নারী, শিশু এবং কুকুরকেই নিঃশর্তভাবে ভালবাসা যায়। একজন পুরুষকে কেবল তখনই ভালবাসা যায় যখন সে কিছু দেয় – ক্রিস রক।’ আরেকজন শেয়ার করেছেন, ‘একটা চাকরি খুঁজে নিন, কিছু টাকা জোগাড় করুন আর আপনার বাবা-মাকে থেরাপিতে পাঠান ভাই।’ একজন ব্যক্তি বলেন, ‘যদি দুই ভাইবোন থাকে, তাহলে বাবা-মায়েরা তাঁর পক্ষ নেবেন যিনি বেশি উপার্জন করেন।’ এর আগে একই যুবক আরেকটি গল্প শেয়ার করেছিলেন যা অনেক দর্শককে আবেগপ্রবণ করে তুলেছিল। তিনি তাঁর দীর্ঘ কাজের সময় কতটা ক্লান্তিকর হয়ে উঠেছে তা নিয়ে কথা বলেছিলেন, ব্যাখ্যা করেছিলেন যে তিনি দিনে ১২ ঘণ্টা কাজ করতেন এবং প্রায়শই শারীরিকভাবে কঠোর পরিশ্রম করেন এমন কারও চেয়ে বেশি ক্লান্ত বোধ করতেন।
advertisement
তিনি আরও বলেন, ‘তিন ধরনের লোকের বোঝা প্রয়োজন ছিল যে আমি কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। প্রথমটি ছিলেন তাঁর বস, দ্বিতীয় পরিবার এবং তিনি যে মেয়ের জন্য এত পরিশ্রম করছিলেন তিনি’
view commentsLocation :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 28, 2025 2:41 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
'চাকরি ছাড়ার পর বাড়ির লোক আর জানতে চাইছে না আর রুটি লাগবে কি না...' যুবকের করুণ জবানবন্দিতে অবাক নেটদুনিয়া








