West Medinipur News: রোজ এই বাসেই আসেন শিক্ষকেরা! আচমকা অঘটন, উল্টালো বাস!

Last Updated:

Accident: দুর্ঘটনা যেড়ে বেশ কিছুক্ষণের যানজটের সৃষ্টি হয় খড়গপুর থেকে বেলদাগামী জাতীয় সড়কে। পরে খড়গপুর গ্রামীন থানার পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের তৎপরতায় দুর্ঘটনাস্থল পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করে।

উল্টালো বাস
উল্টালো বাস
পশ্চিম মেদিনীপুর: সকালবেলা নিয়ে আসে শিক্ষক, অফিস যাত্রীদের। মেদিনীপুর কিংবা খড়গপুর নির্দিষ্ট সময়ে ছেড়ে এসে দশটার মধ্যে পৌঁছে যায় বেলদা, এগারোটার মধ্যে পৌঁছে যায় এগরা। প্রতিদিন যেভাবে এই বাসকে ভরসা করেন যাত্রীরা, এদিনও একইভাবে মেদিনীপুর এবং খড়গপুর থেকে সকলেই উঠেছিলেন বাসে। তবে, সকাল ন’টা নাগাদ ঘটল অঘটন। নির্দিষ্ট সময়ে ছেড়ে এলেও পৌঁছানো হল না গন্তব্যে। জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ল সকলের অত্যন্ত ভরসার এই সুপারফাস্ট বাস।
এক বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে উল্টে যায় বাসটি। স্থানীয়রা এবং পুলিশ প্রশাসনের তৎপরতায় আহত যাত্রীদের উদ্ধার করে নিয়ে আসা হয় খড়গপুর। নারায়ণগড়, বেলদা কিংবা পূর্ব মেদিনীপুরের এগরা যান অনেকেই এই বাসে। বেশ কয়েকদিন আগেও একটি যাত্রী বোঝাই বাস দুর্ঘটনার কবলে পড়ে খড়গপুর বালেশ্বর জাতীয় সড়কে। ফের দুর্ঘটনা ঘটল এদিন। আহত যাত্রীরা জানিয়েছেন, মকরামপুর ঢোকার কিছুটা আগেই একটি বাইক আরোহী হঠাৎই বাসের সামনে চলে আসে। আর তাঁকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।
advertisement
advertisement
নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। পুলিশ সূত্রে খবর, ঘটনায় কমবেশি প্রায় ১০ জন আহত হয়েছেন। প্রত্যেককে জাতীয় সড়ক কর্তৃপক্ষের এম্বুলেন্সে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার মধ্যে দু-একজনের আঘাত গুরুতর। দুর্ঘটনার পর বাস যাত্রী এবং স্থানীয়রা মিলে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠিয়েছে, আচমকা এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।
advertisement
আরও পড়ুনঃ ১ মাসে মারকাটারি ফিগার! করতে হবে না ডায়েট বা জিম! জাস্ট এই কাজেই কেজি কেজি মেদ ঝরে পড়বে!
দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণের যানজটের সৃষ্টি হয় খড়গপুর থেকে বেলদাগামী জাতীয় সড়কে। পরে খড়গপুর গ্রামীন থানার পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের তৎপরতায় দুর্ঘটনাস্থল পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করে। তবে সম্পূর্ণ ঘটনার তদন্তে নেমেছে খড়গপুর গ্রামীন থানার পুলিশ।
advertisement
 রঞ্জন চন্দ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: রোজ এই বাসেই আসেন শিক্ষকেরা! আচমকা অঘটন, উল্টালো বাস!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement