Accident: মহেশতলায় পথ দুর্ঘটনায় গুরুতর যখম এক মহিলা
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Accident: স্থানীয় সূত্রের খবর নিশ্চিন্তপুর কাজীপাড়ার বাসিন্দা বছর ২৮ এর মনিরা বিবি তার স্বামী ও দুই সন্তানকে নিয়ে ব্যাটারি চালিত ভ্যানে করে আকরা ফটকের দিক থেকে বাড়ির দিকে ফিরছিল।
মহেশতলা, সমীর মন্ডল: দক্ষিণ ২৪ পরগনা জেলার মহেশতলা পৌরসভার ২৫ নাম্বার ওয়ার্ডের আকড়া বাতি পোস্ট সংলগ্ন মোটা শিব দুর্গা মন্দিরের সন্নিকটে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের খবর নিশ্চিন্তপুর কাজীপাড়ার বাসিন্দা বছর ২৮ এর মনিরা বিবি তার স্বামী ও দুই সন্তানকে নিয়ে ব্যাটারি চালিত ভ্যানে করে আকরা ফটকের দিক থেকে বাড়ির দিকে ফিরছিল।
আরও পড়ুনঃ ব্যর্থ শান্তি আলোচনার পর রাশিয়ার তেল জায়ান্টদের উপর মার্কিন নিষেধাজ্ঞা; এবার কি ইউক্রেন যুদ্ধে পরিবর্তন আসবে?
ঠিক সেই সময় আকরা ফটক সংলগ্ন বাঁধের রাস্তায় মোটা শিব দুর্গা মন্দিরের সন্নিকটে বাটানগরের দিক থেকে একটি বাইক আকড়ার দিকে যাচ্ছিল। ওই বাইকে দুজন প্রত্যেকেই হেলমেট ছাড়া ছিল। বাইকের গতিবেগ এতটাই বেশি ছিল যে নিয়ন্ত্রণ করতে না পেরে ওই ব্যাটারি চালিত ভ্যানে গিয়ে ধাক্কা মারে।
advertisement
advertisement
ধাক্কা মারার পর মনিরা বিবি রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে এবং তার পায়ের হাড় ভেঙে বাইরে বেরিয়ে আসে। তড়িঘড়ি খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় মহেশতলা থানার পুলিশ। পুলিশ এসে মনিরা বিবিকে উদ্ধার করে বজবজ ইএসআই হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় ইতিমধ্যেই ঘাতক বাইক আরোহীকে পুলিশ আটক করে পাশাপাশি পুলিশ গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 23, 2025 1:27 PM IST