AC Bangaon Local: বনগাঁ শাখায় এসি লোকালে বাড়ছে যাত্রীদের চাপ, ডিআরএম-কে চিঠি দিয়ে যাত্রীরাই দিলেন বিশেষ 'এই' পরামর্শ! জানুন

Last Updated:

AC Bangaon Local: বনগাঁ-শিয়ালদহ শাখায় এসি লোকাল ট্রেন চালুর পর থেকে ক্রমশ বাড়ছে ভিড়। তবে গুরুত্বপূর্ণ এই শাখায় বহু স্টেশনে ট্রেনের স্টপেজ না হওয়ার কারণে ক্ষুব্ধ যাত্রীরা।

এসি লোকাল ট্রেন
এসি লোকাল ট্রেন
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: বনগাঁ-শিয়ালদহ শাখায় এসি লোকাল ট্রেন চালুর পর থেকে ক্রমশ বাড়ছে ভিড়। তবে গুরুত্বপূর্ণ এই শাখায় বহু স্টেশনে ট্রেনের স্টপেজ না হওয়ার কারণে ক্ষুব্ধ যাত্রীরা। বামনগাছি অশোকনগর সহ বেশ কিছু স্টেশনের যাত্রীরা ইতিমধ্যেই বিষয়টি নিয়ে রেলের কাছে আবেদন জানিয়েছেন। যাত্রীদের সই সংগ্রহ করে এসি লোকাল ট্রেনের স্টপেজ করার জন্য চেষ্টা চালানো হয়েছে। এবার এসি লোকাল ট্রেনের স্টপেজের দাবিতে দত্তপুকুর থেকে ট্রেনে চেপে শিয়ালদহে ডিআরএম অফিসে পৌঁছে লিখিত ডেপুটেশন জমা দিলেন বামনগাছি রেলওয়ে প্যাসেঞ্জার কমিটি ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
যাত্রীদের অভিযোগ, লক্ষাধিক মানুষ প্রতিদিন বামনগাছি স্টেশন ব্যবহার করেন। অথচ নতুন চালু হওয়া এসি লোকাল ট্রেন এখানে দাঁড়ায় না। ফলে বহু যাত্রীদের যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। ওই ট্রেন ধরতে গেলে পিছনের স্টেশন অর্থাৎ দত্তপুকুর এ গিয়ে ট্রেন ধরতে হচ্ছে তাদের। বিক্ষোভকারী যাত্রীদের দাবি, স্টপেজ চালু হলে বহু মানুষ উপকৃত হবেন এবং ভিড় এড়িয়ে আরামদায়কভাবে যাতায়াত করতে পারবেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পুজোর আগেই খুলল উত্তর সিকিম! লাচুং, ইয়ুমথাং, জিরো পয়েন্ট তো আছেই, ঘুরে আসুন ডোকালাম! কারা যাওয়ার জন্য পাবেন ছাড়? রইল বিস্তারিত
প্রতিনিধি দলের তরফে জানানো হয়, সাধারণ লোকালের তুলনায় এসি লোকালের টিকিটের দাম বেশি হলেও যাত্রীদের চাহিদা ক্রমশ বাড়ছে। তাই শুধু স্টপেজই নয়, বনগাঁ শাখায় এসি লোকালের সংখ্যা বাড়ানোও অত্যন্ত প্রয়োজনীয়। এতে যাত্রী যেমন উপকৃত হবেন, তেমনই ভারতীয় রেলও লাভবান হবে বলে মনে করছেন এই শাখার যাত্রীরা। শিয়ালদহ ডিআরএম কর্তৃপক্ষ ডেপুটেশন গ্রহণ করেছেন। এখন দেখার বিষয়, যাত্রীদের দাবির পরিপ্রেক্ষিতে বামনগাছির মতো নন-স্টপ স্টেশনে এসি লোকালের স্টপেজ চালু হয় কিনা।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
AC Bangaon Local: বনগাঁ শাখায় এসি লোকালে বাড়ছে যাত্রীদের চাপ, ডিআরএম-কে চিঠি দিয়ে যাত্রীরাই দিলেন বিশেষ 'এই' পরামর্শ! জানুন
Next Article
advertisement
GST Reforms: উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? পর্যটক না ব্যবসায়ীদের লাভ? জানুন
উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? জানুন
  • নতুন GST নিয়মে ৭,৫০০ টাকার নিচে হোটেল ভাড়ার উপর ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হবে।

  • পর্যটকদের জন্য নয়া GST নিয়মে খরচ কমবে, পাহাড়ি অঞ্চলে পর্যটকদের ভিড় বাড়বে।

  • হোটেল ও হোমস্টে মালিকদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে পর্যটকদের সাশ্রয় কতটা হবে।

VIEW MORE
advertisement
advertisement