Abhishek Banerjee: ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের পথচলা শুরু, পয়লা বৈশাখে অভিষেকের চমক

Last Updated:

Abhishek Banerjee: ডায়মন্ড হারবার থেকে সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, নিজেও একজন ফুটবল ভক্ত

অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়৷
অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়৷
#কলকাতা: সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পয়লা বৈশাখে (১৫ এপ্রিল) ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব পথ চলতে শুরু করবে, জানা গিয়েছে তেমনই। শুক্রবার সকাল ১১টায় মহেশতলার বাটা স্টেডিয়াম মাঠে ক্লাবের উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব ফুটবল-পাগল বাঙালিদের মন জয় করবে বলেই মনে করছেন সাধারণ মানুষ।
ডায়মন্ড হারবার থেকে সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, নিজেও একজন ফুটবল ভক্ত, কয়েক বছর ধরে এমপি ফুটবল কাপের আয়োজন করে আসছেন, এবং ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব চালু করার সঙ্গে সঙ্গে, তার নির্বাচনী এলাকার লোকেরা তাদের স্থানীয় ক্লাবকে সমর্থন করার সুযোগ পাবে।
advertisement
advertisement
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় চলা এমপি কাপ জনপ্রিয়তম ফুটবল প্রতিযোগিতাগুলির মধ্যে একটি। এই খেলার ক্রমে জনপ্রিয় হচ্ছে আরও। এ বছরও বেশ জাঁকজমক করেই হয়েছে এমপি কাপ। সেই খেলার আয়োজনে খামতি ছিল না কোনও। এ বার সেই ফুটবলেই নিজের ক্লাব নিয়ে হাজির হচ্ছেন অভিষেক।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee: ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের পথচলা শুরু, পয়লা বৈশাখে অভিষেকের চমক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement