Abhishek Banerjee Vs Shantanu Thakur: '৬ মাসের মধ্যে...' ভবিষ্যৎবাণী শান্তনু ঠাকুরের! '৩ মাস অন্তর...' জবাব অভিষেকের! তোলপাড় ঠাকুরনগর

Last Updated:

Abhishek Banerjee Vs Shantanu Thakur: উত্তপ্ত মতুয়া গড়ে দাঁড়িয়ে শান্তনু ঠাকুরের ভবষ্যতবাণীর উত্তরে তীব্র নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

শান্তনুকে অভিষেকের চ্যালেঞ্জ মতুয়াগড়ে!
শান্তনুকে অভিষেকের চ্যালেঞ্জ মতুয়াগড়ে!
বনগাঁ: উত্তপ্ত মতুয়া গড়ে দাঁড়িয়ে শান্তনু ঠাকুরের ভবষ্যতবাণীর উত্তরে তীব্র নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এদিন শান্তনু ঠাকুর বলেন, আগামী ৬ মাসের মধ্যেই রাজনৈতিক পতন তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তারই জবাবে পাল্টা তোপ দাগেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমি ৩ মাস অন্তর ঠাকুরবাড়িতে আসব, দম থাকলে আটকে দেখাক।”
উত্তপ্ত মতুয়াগড়ে দাঁড়িয়ে এদিন একের পর এক চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শান্তনু ঠাকুরকে লক্ষ্য করে তিনি বলেন, “উনি যে বাড়িতে থাকেন, সেখানকার জলের ব্যবস্থা মমতা করেছেন। যে রাস্তা দিয়ে হেঁটে তৃণমূলকে চমকাচ্ছেন সেই রাস্তাও মমতার করে দেওয়া। চাইলে ভিড় ভেঙে মন্দিরে ঢুকতে ৫ মিনিট লাগবে। ধর্মকে সামনে রেখে রাজনীতি করছেন শান্তনু ঠাকুর। মতুয়া-মাটিকে কালিমালিপ্ত করা হচ্ছে। আমার কোনও রাজনৈতিক কর্মসূচি ছিল না, আমি পুজো যেতে এসেছিলাম।”
advertisement
advertisement
অভিষেকের কথায়, “ঠাকুরবাড়িতে পুজো দিয়ে ভেবেছিলাম দিন শুরু করব৷ শান্তনু ঠাকুরের কথায় মন্দিরের গেটে তালা দিয়ে দিয়েছে, যাতে আমি প্রবেশ করতে না পারি৷ আমি এই বাংলার সন্তান, বাংলার ছেলে। ওদের ৩০০ সমর্থক ছিল, আমাদের ৩০০০ ছিল। সংখ্যার জেরেই ঢুকতে পারতাম। কিন্তু আমি ভেঙে দাও, গুড়িয়ে দাও-এর রাজনীতিতে বিশ্বাস করি না। যারা আজ ঠাকুরবাড়িকে কলুষিত করেছে, কালি লাগিয়ে দিয়েছে, তাদের যেন মতুয়া ভাইয়েরা ক্ষমা না করে৷”
advertisement
বিজেপিকে তুমুল নিশানা করে অভিষেক আরও বলেন, “পঞ্চায়েত ভোট ঘোষণা হয়ে গিয়েছে৷ আমরা আছি মানুষের দরবারে। বিজেপি আছে হাইকোর্টের দরবারে৷ কী করে ভোট আটকানো যায়, সেই চেষ্টা করে চলেছে বিজেপি। বিজেপি বাংলায় গো-হারা হেরেছে তাই কেন্দ্রের থেকে প্রাপ্য টাকা তারা আমাদের দিচ্ছে না৷ মানুষের লড়াইয়ের স্বার্থে আগামী দিনে রাস্তায় নামব। আপনাদের রাস্তায় থাকতে হবে৷ পঞ্চায়েত ভোট হবে৷ আর তার এক মাসের মধ্যেই আমরা দিল্লি যাব।”
advertisement
অভিষেক বলেন, “আজ ঠাকুরবাড়িতে পাগল, গোসাই, দলপতিদের ঢাল করে আমাকে আটকানোর চেষ্টা করল। যে রাস্তায় দাঁড়িয়ে হুমকি দিল শান্তনু, সেই রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছে৷ আমার জন্ম বাংলায়, আমি বাংলায় কথা বলি৷ আমি গেলে নাকি ঠাকুরবাড়ি কলুষিত হবে৷ আর যার হাতে গোধরার রক্ত লেগে আছে, তাকে ঠাকুরবাড়িতে স্বাগত জানাচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান জুতো পরে মন্দিরে ঢুকেছে। আমি ছবি ট্যুইট করেছি। শান্তনু ঠাকুর বলেছেন আজ নাকি আমার শেষ যাত্রা৷ উনি আমার মৃত্যু কামনা করছেন। আমি অবশ্য ওনার দীর্ঘায়ু কামনা করছি। আপনি আরও ফুলে ফেঁপে উঠুন।”
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee Vs Shantanu Thakur: '৬ মাসের মধ্যে...' ভবিষ্যৎবাণী শান্তনু ঠাকুরের! '৩ মাস অন্তর...' জবাব অভিষেকের! তোলপাড় ঠাকুরনগর
Next Article
advertisement
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মিজোরামের আইজলে ৯,০০০ কোটি টাকারও অধিক মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

VIEW MORE
advertisement
advertisement