চব্বিশ ঘণ্টার মধ্যেই ইস্তফা! অভিষেকের নির্দেশে 'পদ' ছাড়লেন মারিশদার তিন 'প্রধান'
- Published by:Sanjukta Sarkar
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
মাঝপথেই গাড়ি থেকে নেমে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোনও পূর্ব নির্ধারিত কর্মসূচি নয়, একেবারে আচমকাই কনভয় থামানোর নির্দেশ দেন তিনি পূর্ব মেদিনীপুরের মারিশদা গ্রামে।
#কাঁথি: শনিবার কাঁথিতে জনসভা করতে যাওয়ার সময়ে, মারিশদা গ্রামে গিয়েছিলেন অভিষেক বন্দোপাধ্যায়। সেখানেই গ্রামের মানুষের সুবিধে-অসুবিধের কথা স্থানীয় বাসিন্দাদের কাছে শুনেছিলেন তিনি। অভিযোগ ছিল, গ্রামের পঞ্চায়েত প্রধান, উপপ্রধান ও অঞ্চল সভাপতি কেউই কোনও ব্যবস্থা নেন না। এমনকি হেনস্থার অভিযোগও তোলা হয় এই কর্মকর্তাদের বিরুদ্ধে।
এরপরেই কাঁথির সভা থেকে অভিষেক বন্দোপাধ্যায় জানান, ৪৮ ঘন্টার মধ্যে নিজেদের পদ থেকে ইস্তফা দিতে হবে এই তিন পদাধিকারীদের। সেইমতো আজ রবিবার দলের পদ থেকে ও পঞ্চায়েত প্রধান, উপপ্রধানের পদ থেকে থেকে ইস্তফা দিলেন তাঁরা। প্রসঙ্গত, এই বিষয়ে গতকালই তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় নির্দেশ দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে।
advertisement

advertisement
শুভেন্দু-গড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে গতকাল সকাল থেকেই ছিল টানটান উত্তেজনা। দুপুরে সেই মতো কালীঘাট থেকে বেরোয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কনভয়। কিন্তু কাঁথি পৌঁছনোর আগেই দেখা গেল অন্য ছবি। মাঝপথেই গাড়ি থেকে নেমে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোনও পূর্ব নির্ধারিত কর্মসূচি নয়, একেবারে আচমকাই কনভয় থামানোর নির্দেশ দেন তিনি।
advertisement

সেইসময় জাতীয় সড়কের ধারে মারিশদা গ্রামে নেমে যান অভিষেক। সোজা চলে যান গ্রামবাসীদের বাড়ির উঠোনে। তাঁকে দেখে ছুটে আসেন গ্রামের মহিলা-পুরুষ। প্রত্যেকের সঙ্গে কথা বলেন অভিষেক। তাঁদের সমস্যা, না পাওয়ার কথা শোনেন তিনি। পঞ্চায়েত নির্বাচনের আগে শাসক দল জনসংযোগে কতটা জোর দিচ্ছে, সেই ছবিই এদিন আরও একবার দেখা গেল। তবে জনসংযোগের ভিত্তি শক্ত করে গ্রামবাসীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পদক্ষেপ নিয়ে আরও মানুষের আশ্বাস অর্জনে একধাপ এগোলেন অভিষেক, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 04, 2022 5:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চব্বিশ ঘণ্টার মধ্যেই ইস্তফা! অভিষেকের নির্দেশে 'পদ' ছাড়লেন মারিশদার তিন 'প্রধান'