Abhishek Banerjee: দলে 'বেনোজল' নিয়ে 'বিস্ফোরক' অভিষেক বন্দ্যোপাধ্যায়! মন্তব্যে তোলপাড় রাজ্যজুড়ে
- Published by:Sanjukta Sarkar
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Abhishek Banerjee: টানা ১৫ দিন ধরে চলছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রা। আর সেই জনসংযোগ যাত্রার মুর্শিদাবাদের কর্মসূচি শেষ দিনেই চাঞ্চল্যকর মন্তব্য কার্যত শোরগোল ফেলে দিল রাজনৈতিক মহলে।
বহরমপুর: টানা ১৫ দিন ধরে চলছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রা। আর সেই জনসংযোগ যাত্রার মুর্শিদাবাদের কর্মসূচি শেষ দিনেই চাঞ্চল্যকর মন্তব্য কার্যত শোরগোল ফেলে দিল রাজনৈতিক মহলে। সোমবার মুর্শিদাবাদের কুলিতে অধিবেশন কর্মসূচিতে যোগ দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অধিবেশন কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন ‘২০১১ এর পর দলে অনেক বেনোজল ঢুকে গিয়েছিল। সেই বেনোজলগুলিকে যাতে বের করতে পারি তার জন্যই এই কর্মসূচি।”
যদিও এর আগেও তৃণমূল কংগ্রেসের অন্দরে ‘বেনোজল’ ঢোকা নিয়ে বেশ কয়েকবার সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড। শুধু তাই নয় গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েও সতর্ক করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। পাশাপাশি পঞ্চায়েত প্রধানদেরও সতর্ক করেছেন তিনি। পঞ্চায়েত প্রধানদেরও সতর্ক করে তিনি জানিয়ে দিয়েছেন তিন মাস অন্তর অন্তর পঞ্চায়েত প্রধানদের কাজের মূল্যায়ন তিনি নিজে করবেন।
advertisement
advertisement
শুধু তাই নয় পঞ্চায়েত ভোটে প্রার্থী পছন্দ না হলে কেউ যদি নির্দল হয়ে দাঁড়ান তাহলে তাঁকে তৃণমূলে ফেরানো হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পর্যবেক্ষকদের একাংশের মতে এর মাধ্যমে দলকে তিনি বার্তা দিতে চাইছেন যাতে নিয়ম-শৃঙ্খলা মেনে চলে নিচু তলার কর্মী থেকে শুরু করে রাজ্য স্তরের নেতারাও। কুলির অধিবেশন কর্মসূচি থেকে সিপিএমকেও ফের কড়া আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
advertisement
সিপিআইএমের পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে এদিন সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়।- তিনি বলেন “সিপিআইএম এর সময়ে পঞ্চায়েতে কত লোক মারা গিয়েছে। সিপিআইএম সন্ত্রাসকে অত্যন্ত নিখুঁতভাবে পঞ্চায়েত ব্যবস্থায় সন্ত্রাস কায়েম করে গেছে।”
advertisement
এদিন ফের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দাবি করেন ২০২৬ এ তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের সরকার গড়বে। জনসংযোগ যাত্রা থেকে লোকসভার টার্গেটও বেধে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ৪২ এর মধ্যে ৪০ টি আসনে লক্ষ্যমাত্রা দিয়ে দিয়েছেন তিনি।
আজ থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বীরভূম সফর শুরু হচ্ছে। আজ তারাপীঠ মন্দিরে পূজো দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মুরারইতে জনসভাও করার কথা তাঁর। বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল বর্তমানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে রয়েছে। এই পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বীরভূমের নেতা কর্মীদের কী বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 09, 2023 12:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee: দলে 'বেনোজল' নিয়ে 'বিস্ফোরক' অভিষেক বন্দ্যোপাধ্যায়! মন্তব্যে তোলপাড় রাজ্যজুড়ে