আজ বীরভূমে অভিষেকের সভা, হাসপাতালে দেখা করবেন সুনালী খাতুনের সঙ্গে
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Abhishek Banerjee Birbhum: রামপুরহাটে আজ সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রামপুরহাটের সোনালি খাতুনকে বাংলাদেশে পুশ ব্যাক করে কেন্দ্র। পরে আদালতের হস্তক্ষেপে তাঁকে ভারতে ফিরিয়ে আনা হয়। সেই সুনালী খাতুনের রামপুরহাটেই তাই বিজেপিকে আক্রমণ করতে সভা অভিষেকের।
বীরভূম: রামপুরহাটে আজ সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রামপুরহাটের সোনালি খাতুনকে বাংলাদেশে পুশ ব্যাক করে কেন্দ্র। পরে আদালতের হস্তক্ষেপে তাঁকে ভারতে ফিরিয়ে আনা হয়। সেই সুনালী খাতুনের রামপুরহাটেই তাই বিজেপিকে আক্রমণ করতে সভা অভিষেকের। “বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশী সন্দেহে আটক ও মারধর করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল। সেই অভিযোগেই আজ গলা চড়াতে পারেন দলের শীর্ষ নেতৃত্ব, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
লোকসভা ভোটে এই জেলার দুই আসনেই জয় পেয়েছে তৃণমূল। কোর কমিটিকে দিয়েই জেলায় যাবতীয় সাংগঠনিক কাজ পরিচালনা হয়। অনুব্রত-কেষ্ট দ্বন্দ্ব নিয়ে আলোচনা হলেও, বেশ কয়েকটি বিধানসভার পুর অঞ্চল নিয়ে রাজনৈতিক লড়াই অব্যাহত বীরভূমে। সেই আবহেই আজ প্রাক নির্বাচনী সভায় ‘রণ সংকল্প’ যাত্রায় রামপুরহাটে যোগ দিচ্ছেন অভিষেক।
advertisement
advertisement
বীরভূমে জনসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভায় যাওয়ার আগে তারাপীঠ মন্দিরে পুজো দেবেন তিনি। দুপুর একটায় রয়েছে সভা। সভার পরে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যাবেন তিনি। সোমবারই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সুনালী খাতুন। এদিন তাঁর সঙ্গে সাক্ষাৎ করবেন অভিষেক।
জাতীয় সড়কের ধারে সভাস্থল যাওয়ার পথের দুধারে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় বড় কাট আউট এবং দলীয় পতাকা টাঙানো হয়েছে শাসক দলের উদ্যোগে।সভাস্থলে দলীয় কর্মীদের জন্য তিনটি আলাদা আলাদা মঞ্চ করা হয়েছে। সেখানে দলের ব্লক সভাপতিরা-সহ দলের বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা উপস্থিত থাকবেন।
advertisement
মঙ্গলবার তারাপীঠে ঢোকার আগে চিলার মাঠে হেলিপ্যাড থেকে নেমে সাড়ে বারোটা নাগাদ তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার কথা তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেকের। দুপুর দেড়টা নাগাদ বিনোদপুরে সভাস্থলের মাঠে উপস্থিত হওয়ার কথা। বেলা আড়াইটে নাগাদ রামপুরহাট মেডিক্যাল কলেজে সদ্য মা সুনালী খাতুনের সঙ্গে দেখা করার কথা অভিষেকের।
বিধানসভা ভোটে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জেলা। জেলার ১১ আসনেই তাই বাড়তি নজর। রামপুরহাট যেহেতু মুর্শিদাবাদ সংলগ্ন। তাই দুই জেলার একাধিক বিধানসভাকে সংযুক্ত করা হবে এই সভার মধ্যে দিয়ে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 06, 2026 9:20 AM IST







