ফুলে ফুলে ভরে যাবে অপরাজিতা গাছ...! জানুয়ারির ঠান্ডাতেও ভুড়ভুড়িয়ে আসবে কুঁড়ি, স্টেপ বাই স্টেপ করুন ৫ মোক্ষম 'কাজ', জানুন 'সঠিক' নিয়ম!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Aparajita Tips: গরমে ফুল ফুটেছে দেদার। অথচ শীত বাড়তেই অপরাজিতা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে? ক্রমশ শুকিয়ে যাচ্ছে গাছ? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য জরুরি। 'সবুজ' জরুরি একথা কে না জানে। আজকাল প্রায় সবাই তাই অল্প বিস্তর বাগান করতে ভালোবাসেন। কিন্তু বাগান করতে চাইলেই তো হল না! জানতে হবে, কী ভাবে গাছের সঠিকভাবে যত্ন নিতে হয় সেই রহস্যটি।
গরমে ফুল ফুটেছে দেদার। অথচ শীত বাড়তেই অপরাজিতা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে? ক্রমশ শুকিয়ে যাচ্ছে গাছ? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য জরুরি। 'সবুজ' জরুরি একথা কে না জানে। আজকাল প্রায় সবাই তাই অল্প বিস্তর বাগান করতে ভালোবাসেন। কিন্তু বাগান করতে চাইলেই তো হল না! জানতে হবে, কী ভাবে গাছের সঠিকভাবে যত্ন নিতে হয় সেই রহস্যটি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
মালচিং করে গাছকে উষ্ণতা প্রদান করুন:জানুয়ারিতে তাপমাত্রা কমে যায়, ফলে গাছপালার ক্ষতি হয় মারাত্মক। তাই এই ঋতুতে মালচিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি গাছের চারপাশের আর্দ্রতা কমায় এবং মাটির তাপমাত্রা বজায় রাখে। মালচিং শিকড়কে পর্যাপ্ত উষ্ণতা প্রদান করে। ৩ থেকে ৫ ইঞ্চি পুরু স্তর দিয়ে মালচিং করুন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
শুকনো পাতা কেটে ফেলুন:শুকিয়ে যাওয়া ফুল এবং শুকনো পাতার দিকেও মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ। যদি আপনি চান যে আপনার গাছটি শীতকালেও ফুল ফোটে, তাহলে আপনাকে মরা পাতাগুলি ছাঁটাই করতে হবে। নতুন ফুল এবং গাছের বৃদ্ধির জন্য এটি অপরিহার্য। আপনার এটি মনে রাখা উচিত। প্রতি ৭ থেকে ৮ দিন অন্তর অন্তর আপনার গাছগুলি পরীক্ষা করুন এবং মরা পাতাগুলি সরিয়ে ফেলুন।
advertisement








