Abhishek Banerjee: ‘বাড়ির টাকার প্রথম কিস্তি পেয়ে যাবেন..,’ কাটোয়ায় দাঁড়িয়ে বড় আশ্বাস দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! বেঁধে দিলেন তারিখ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
এরপরেই CAA নিয়ে আক্রমণ শানান অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বলেন, ‘‘সিএএ আইন পাশ করেছেন ২০১৯ সালে। নিয়মাবলি ফ্রেম করতে ৫ বছর লেগে গেল। এটা একটা জুমলা। ৪০ পাতার ফর্মে ৩৮ পাতা শুধু ফিলআপ করে যান। কবে নাগরিকত্ব পাবেন কেউ জানেন না। এই জুমলার ফাঁদে পা দেবেন না’’
কাটোয়া: পূর্ব বর্ধমানের কাটোয়ায় আজ নির্বাচনী জনসভা সারলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তাঁর এদিনের বক্তৃতাতেও কেন্দ্রীয় সরকারকে বঞ্চনা প্রসঙ্গে করলেন তুমুল আক্রমণ৷ পাশাপাশি, সিএএ নিয়েও কথা বলতে ছাড়লেন না তিনি৷
এদিন অভিষেক বলেন, ‘‘কেউ ১০ পয়সা পায়নি। বলেছিল ১৫ লাখ দেব। বলেছিল দুই কোটি চাকরি হবে বছরে। একটা চাকরি দেয়নি। সাংসদ হয়েছেন এস এস আহলুওয়ালিয়া। একটা বুথেও এলাকার কাজ হয়নি।’’
অভিষেকের কথায়, ‘‘এরা বাংলায় হেরে গিয়ে। বাংলার মানুষের ওপর প্রতিশোধ নিয়েছে। আপনাদের ছাদ আর বাড়ির ব্যবস্থা আমাদের সরকার করবে। এদের দয়া দাক্ষিণ্যের দরকার নেই। আর আধার ও প্যান কার্ড লিঙ্ক করার নামে মোদিজি এক হাজার টাকা নিচ্ছে। আর দিদি লক্ষ্মীর ভাণ্ডারে এক হাজার দিচ্ছে।’’
advertisement
advertisement
আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার মুখ্য সচিবকে নির্দেশ হাইকোর্টের! ৩ এপ্রিলের মধ্যে রিপোর্ট তলব
এরপরেই CAA নিয়ে আক্রমণ শানান অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বলেন, ‘‘সিএএ আইন পাশ করেছেন ২০১৯ সালে। নিয়মাবলি ফ্রেম করতে ৫ বছর লেগে গেল। এটা একটা জুমলা। ৪০ পাতার ফর্মে ৩৮ পাতা শুধু ফিলআপ করে যান। কবে নাগরিকত্ব পাবেন কেউ জানেন না। এই জুমলার ফাঁদে পা দেবেন না’’
advertisement
পূর্ব বর্ধমানের প্রার্থী ডঃ শর্মিলা সরকারের হয়ে প্রচারে অভিষেক বলেন, ‘‘কাটোয়ার মেয়েকে প্রার্থী করেছি। উচ্চশিক্ষিত মার্জিত উনি। আপনারা প্রার্থী দেখে নিতে বলেছিলেন।’’ তবে এর পাশাপাশি জনসাধারণকে অভিষেকের স্পষ্ট বার্তা, ‘‘ভোট ব্যক্তিকে নয়৷ ভোট শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, শর্মিলা সরকারকে নয়। ভোট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করতে বিজেপি বিরোধী তৃণমূল কংগ্রেসকে।’’
advertisement
আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে উঁচু শিব মন্দির কোথায় রয়েছে বলুন তো?…উত্তরটা কেদারনাথ বা অমরনাথ নয় কিন্তু, কীভাবেই বা যায় সেখানে?
সবশেষে অভিষেকের আশ্বাস, ‘‘পঞ্চায়েতগুলোকে জেতান। ৩১ ডিসেম্বর মধ্যে বাড়ির টাকার প্রথম কিস্তি পেয়ে যাবেন। আমি আমার কাঁধে তুলে নিচ্ছি দায়িত্ব।’’
Location :
West Bengal
First Published :
March 22, 2024 4:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee: ‘বাড়ির টাকার প্রথম কিস্তি পেয়ে যাবেন..,’ কাটোয়ায় দাঁড়িয়ে বড় আশ্বাস দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! বেঁধে দিলেন তারিখ