Highest Shiv Temple: বিশ্বের সবচেয়ে উঁচু শিব মন্দির কোথায় রয়েছে বলুন তো?...উত্তরটা কেদারনাথ বা অমরনাথ নয় কিন্তু, কীভাবেই বা যায় সেখানে?
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
ভারত, নেপাল, পাকিস্তান, ভুটান, মরিশাস সহ বিশ্বের অনেক দেশেই ভগবান শিবের মন্দির রয়েছে। ভারতে, উত্তর থেকে দক্ষিণে ভগবান শিবের অনেক বড় এবং সুন্দর মন্দির রয়েছে। দেশে ভগবান শিবের ১২টি জ্যোতির্লিঙ্গ দর্শন করা অনেক পরিবারের জীবনের অন্যতম প্রধান লক্ষ্য হয়ে থাকে। অনেক পরিবার এমন রয়েছে, যেখানে প্রতি বছরের পরিবারের অন্তত একজন সদস্য চার ধাম দর্শনে যান৷
ভারত তো বটেই, সারা পৃথিবী জুড়েই নানা স্থানে নানা যুগে, নানা সময়ে শিবের মন্দির প্রতিষ্ঠিত রয়েছে৷ যার কোনও কোনওটা বহু প্রাচীন কালে তৈরি৷ এমনকি, তার মধ্যে কয়েকটি তো পাণ্ডবদের হাতে তৈরি বলেও পুরাণে কথিত আছে৷ প্রাচীন প্রায় প্রতিটি শিবমন্দিরের পিছনেই লুকিয়ে রয়েছে কোনও না কোনও পৌরাণিক কাহিনি বা ইতিহাস৷
advertisement
advertisement
এই ধরনের মন্দিরের দরজা তুষারপাতের মরসুমের আগে বন্ধ হয়ে যায়। উত্তরাখণ্ডে অবস্থিত কেদারনাথ মন্দির এর সবচেয়ে বড় উদাহরণ। অমরনাথের যাত্রাপথও বছরের শুধুমাত্র কয়েকটা দিনই খোলা থাকে৷ কিন্তু, কেদারনাথ কিন্তু বিশ্বের সর্বোচ্চ শিবমন্দির নয়৷ আর অমরনাথে গুহা থাকলেও, প্রথাগত ভাবে কোনও মন্দির সেখানে নেই৷ তাহলে, বিশ্বের সর্বোচ্চ শিব মন্দির কোথায় রয়েছে, জানেন?
advertisement
ভারত, নেপাল, পাকিস্তান, ভুটান, মরিশাস সহ বিশ্বের অনেক দেশেই ভগবান শিবের মন্দির রয়েছে। ভারতে, উত্তর থেকে দক্ষিণে ভগবান শিবের অনেক বড় এবং সুন্দর মন্দির রয়েছে। দেশে ভগবান শিবের ১২টি জ্যোতির্লিঙ্গ দর্শন করা অনেক পরিবারের জীবনের অন্যতম প্রধান লক্ষ্য হয়ে থাকে। অনেক পরিবার এমন রয়েছে, যেখানে প্রতি বছরের পরিবারের অন্তত একজন সদস্য চার ধাম দর্শনে যান৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement