Sushanta Mahato: ভরসা রাখলেন অভিষেকের, কঠিন 'ম্যাচ' জিতে এলেন 'জায়েন্ট কিলার' সুশান্ত!

Last Updated:

সংগঠনের দায়িত্ব তো ছিলই, পুরুলিয়ার 'কঠিনতম' বাঘমুন্ডি থেকেও তাঁকে লড়তে পাঠিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই লড়াইয়ে সাফল্য ছিনিয়ে আনলেন বাঘমুন্ডির নবীন বিধায়ক সুশান্ত মাহাতো (Susanta Mahato)।

শপথ নিতে বিধানসভায় সুশান্ত
শপথ নিতে বিধানসভায় সুশান্ত
#পুরুলিয়া: লোকসভা ভোটে শোচনীয় ফল হয়েছিল জেলায়। উঠেছিল BJP ঝড়। তাই বিধানসভা ভোটে (West Bengal Assembly Election 2021) জেলায় দলকে সম্মানজনক জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্বের অনেকটাই ছিল তাঁর উপর। জেলার যুব সংগঠনের দায়িত্বও ছিল তাঁর উপর। তাই সংগঠনের দায়িত্ব তো ছিলই, পুরুলিয়ার 'কঠিনতম' বাঘমুন্ডি থেকেও তাঁকে লড়তে পাঠিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই লড়াইয়ে সাফল্য ছিনিয়ে আনলেন বাঘমুন্ডির নবীন বিধায়ক সুশান্ত মাহাতো (Susanta Mahato)। বাঘমুন্ডির দীর্ঘদিনের বিধায়ক, এবার সংযুক্ত মোর্চার প্রার্থী কংগ্রেসের নেপাল মাহাতোকে হারালেন সুশান্ত। যে জয়ের পর গোটা রাজ্যে সুশান্ত এখন 'জায়েন্ট কিলারের' মর্যাদা পাচ্ছে।
তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ভরসার বলেই পরিচিত সুশান্ত। তাই তাঁর জয় প্রকারান্তরে অভিষেকেরই জয় বলে মনে করছেন অনেকে। সুশান্তের টিকিট পাওয়ার ক্ষেত্রেও অভিষেকের 'প্রভাব'-এর গুঞ্জন ছিল। তবে, অভিষেকের সেই আস্থার পূর্ণ মর্যাদা রেখেছেন তিনি। এদিন শপথ গ্রহণ করতে এসেছেন বিধানসভায়। সেখানেই সুশান্ত বলেন, 'আসলে মানুষ বুঝে গিয়েছে বিজেপি বলে কিছু নেই৷ লোকসভায় ভোট দিয়ে মানুষ ভুল করেছে, সেটাও তাঁরা বুঝে গিয়েছিলেন। মানুষের জন্য কাজ এবার আমরা করব। মানুষ তাই আমাদের সমর্থন দিলেন।' নেপাল মাহাতোকে নিয়েও সুশান্ত বলেন, 'নেপাল মাহাতো দীর্ঘদিনের বিধায়ক ছিলেন। কিন্তু কিছু কাজ করতে পারেননি। তাই মানুষ এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রেখেছেন।'
advertisement
বাঘমুন্ডি থেকে তৃণমূল প্রার্থী সুশান্ত মাহাতো ৩৬ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির জোটসঙ্গী আজসুর প্রার্থী রাকেশ মাহাতো পেয়েছেন ৩০ শতাংশ ভোট। আর নেপাল মাহাতো চলে গিয়েছেন তৃতীয় স্থানে। বিজেপি এই আসনটি জোটসঙ্গী অজসুকে ছেড়ে দিয়েছিল। আর সংযুক্ত মোর্চার তরফে দাঁড়িয়েছিলেন কংগ্রেসের দীর্ঘদিনের বিধায়ক নেপাল মাহাতো।
advertisement
পুরুলিয়ায় ৯ টির মধ্যে ৩ টিতে জিতেছে তৃণমূল। কিন্তু লোকসভার নির্বাচনের পর এই সম্ভাবনাটুকুও ছিল না। কিন্তু সেই বিপরীত স্রোত ধীরেধীরে নিজেদের দিকে টেনে এনেছে শাসকদল। গোটা জঙ্গমহলেই তাই আশাতীত ভালো ফল করেছে শাসক দল। গোটা জঙ্গলমহলের ৪০ আসনের মধ্যে ২৫টিতে জিতেছে তৃণমূল। তার মধ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বাঘমুন্ডি কেন্দ্রটিও।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sushanta Mahato: ভরসা রাখলেন অভিষেকের, কঠিন 'ম্যাচ' জিতে এলেন 'জায়েন্ট কিলার' সুশান্ত!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement