Indian Railways: রাতের বজবজ-শিয়ালদাহ লাইন, অত্যন্ত স্পিডে আসছিল ট্রেন, তার সামনেই ঝাঁপিয়ে পড়ল এক যুবতী! হাড়হিম ঘটনা
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
যুবতী বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসেন৷ এসে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই যুবতী৷ খবর পেয়ে ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ ও রেল পুলিশের আধিকারিকরা পৌঁছয়৷
বজবজ: শনিবার রাত ৯:৩০ নাগাদ বজবজ শিয়ালদা শাখার নুঙ্গি ও আকড়ার মাঝে বাটানগর রেল ব্রিজ৷ সেখানে ঘটে গেল মর্মান্তিক ঘটনা৷ দুরন্ত স্পিডে আসা চলন্ত ট্রেনের সামনে ছুটে আসেন এক যুবতি৷ বলা নেই, কওয়া নেই, ঝাঁপ দিল চলন্ত ট্রেনের সামনে৷ যুবতী বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসেন৷ এসে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই যুবতী৷ খবর পেয়ে ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ ও রেল পুলিশের আধিকারিকরা পৌঁছয়৷
স্থানীয়দের সহযোগিতায় আশঙ্কাজনক অবস্থায় যুবতীকে উদ্ধার করে তারা৷ দেহ পাঠানো হয় বেহালার বিদ্যাসাগর হাসপাতালে৷ আহত যুবতী মহেশতলা পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তপুর ঘোলপাড়ার বাসিন্দা৷ তবে কী কারণে যুবতীর মর্মান্তিক সিদ্ধান্ত? পারিবারিক অশান্তির জেরে নাকি অন্য কিছু রয়েছে রহস্য? সেই তদন্ত শুরু করেছে রেল পুলিশ৷
আরও পড়ুনNew Dress @Rs 5: মাত্র ৫ টাকাতেই নতুন জামা! ব্যারাকপুরে সিভিক ভলেন্টিয়ারের গরিব বাজার ফেলল সাড়া
advertisement
advertisement
এর আগে, বুধবার, ১১ জুন, সোদপুরে ডিউটিরত অবস্থায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় গেটম্যানের। ঘটনার জেরে চঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সোদপুর ৮ নম্বর রেলগেটে কাজ করতেন বুদ্ধদেব সাহা। রেলগেট ফেলতে গিয়ে হল বিপত্তি। রেলগেট ফেলে লাইনে ট্রেন দেখতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল কর্তব্যরত রেলের গেটম্যানের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়। গত ৬ জুন ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছিল মেমারিতেও। হাওড়া বর্ধমান মেইন শাখার মেমারি স্টেশনে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় এক মহিলার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম আনিস বেগম। তাঁর বয়স ৩৫ বছর।
advertisement
Samir Mondal
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 15, 2025 10:21 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railways: রাতের বজবজ-শিয়ালদাহ লাইন, অত্যন্ত স্পিডে আসছিল ট্রেন, তার সামনেই ঝাঁপিয়ে পড়ল এক যুবতী! হাড়হিম ঘটনা