South 24 Parganas News: সাগর ও নামখানার ভূমির চরিত্র বুঝতে এবার হবে সমীক্ষা
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Ankita Tripathi
Last Updated:
সাগর ও নামখানার ভূমির চরিত্র বুঝতে এবার হবে সমীক্ষা। এখানে মোট ২৩ টি মৌজার জমির বর্তমান ও ভবিষ্যৎ চরিত্র নিয়ে সমীক্ষা চালানো হবে।<br><br>
দক্ষিণ ২৪ পরগনা: সাগর ও নামখানার ভূমির চরিত্র বুঝতে এবার হবে সমীক্ষা। এখানে মোট ২৩ টি মৌজার জমির বর্তমান ও ভবিষ্যৎ চরিত্র নিয়ে সমীক্ষা চালানো হবে। দু’টি এলাকা গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদের (জিবিডিএ) অধীনে রয়েছে। ১৯৭৯ সালের ওয়েস্ট বেঙ্গল টাউন অ্যান্ড কান্ট্রি অ্যাক্ট অনুযায়ী, কোনও উন্নয়ন পর্ষদের অধীনে থাকা জমির সমীক্ষা রিপোর্ট তৈরি করা আবশ্যিক।
তবে জিবিডিএ গঠনের পর এই সমীক্ষা করা হয়নি। রাজ্যের অন্যান্য উন্নয়ন পর্ষদ অবশ্য ইতিমধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করেছে। এই প্রেক্ষাপটে এই দুটি এলাকায় এবার জমির চরিত্র জানার কাজ শুরু হবে।
advertisement
advertisement
জানা গিয়েছে সাগর ও নামখানার মোট ২৩টি মৌজায় ১৫২.৭৫ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই সমীক্ষা চলবে। এই সমীক্ষার মূল লক্ষ্য, বর্তমান ভূমির ব্যবহার এবং আগামী পাঁচ থেকে দশ বছর তার সম্ভাব্য পরিবর্তনের একটি চিত্র তুলে ধরা।
advertisement
একটি নির্দিষ্ট জলাভূমি ভবিষ্যতে কীভাবে রূপান্তরিত হতে পারে, তা এই সমীক্ষার মাধ্যমে চিহ্নিত করা হবে। জমির বর্তমান এবং ভবিষ্যৎ চরিত্র বিশ্লেষণ করে বিস্তারিত রিপোর্ট তৈরি করা হবে। সূত্রের খবর প্রথমে দশটি এবং পরবর্তীকালে আরও ১৩টি মৌজায় সমীক্ষা চালানো হবে। সব মিলিয়ে এক বছর ধরে চার ধাপে সমীক্ষার কাজ হবে। যার ফলে জমির চরিত্র বোঝা যাবে।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 20, 2025 11:00 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: সাগর ও নামখানার ভূমির চরিত্র বুঝতে এবার হবে সমীক্ষা










