Dog: এক ডাকেই ছুটে এল কাছে! এভাবেই খোঁজ মিলল এক মাস ধরে হারিয়ে যাওয়া পোষ্যের
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
আচমকাই একদিন বাড়ি থেকে উধাও হয়ে গিয়েছিল নিজের সন্তান সম ‘এসকো’। ‘এসকো’ আর কেউ নয় ক্যানিংয়ের উত্তর অঙ্গদবেরিয়ার বাসিন্দা পেশায় গ্রামীণ চিকিৎসক প্রীতিরঞ্জন সরকারের পোষ্য কুকুর
ক্যানিং: আচমকাই একদিন বাড়ি থেকে উধাও হয়ে গিয়েছিল নিজের সন্তান সম ‘এসকো’। ‘এসকো’ আর কেউ নয় ক্যানিংয়ের উত্তর অঙ্গদবেরিয়ার বাসিন্দা পেশায় গ্রামীণ চিকিৎসক প্রীতিরঞ্জন সরকারের পোষ্য কুকুর। বিদেশী প্রজাতির এই কুকুরটিকে একমাস বয়স থেকে নিজের কাছে রেখেছিলেন ঐ যুবক। তাকে খাওয়ানো থেকে সমস্তরকম পরিচর্যা করতেন প্রীতিরঞ্জন। কিন্তু তাঁর অবর্তমানে আচমকাই বাড়ি থেকে উধাও হয়ে যায় পোষ্যটি। নানা খোঁজাখুঁজির পরও না পেয়ে অবশেষে ক্যানিং থানার দ্বারস্থ হয়েছিলেন তিনি। নিখোঁজ ডাইরিও করেন। অবশেষে সন্ধ্যায় ক্যানিংয়ের ট্যাংরাখালি এলাকার সরিয়ত সেখ নামে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয় ‘এসকো’। পোষ্যকে ফিরে পেয়ে খুশি প্রীতিরঞ্জন।
আরও পড়ুনঃ গরমে পেট ছাড়ছে বারবার? ছুটতে হবে না ডাক্তারের কাছে! আপনার রান্নাঘরের কৌটোয় আছে অবর্থ্য ওষুধ
পড়াশুনা শেষে চাকরি না পেয়ে গ্রামীণ চিকিৎসকের কাজ শুরু করেছিলেন প্রীতিরঞ্জন। বাবাও ছিলেন এই পেশায়। এসকোকে নিয়েই মেতে ছিলেন তিনি। কিন্তু আচমকাই গত মাসে পোষ্যটি নিখোঁজ হয়ে যাওয়ায় ভেঙে পড়েছিলেন। প্রীতিরঞ্জনদের পাড়ার এক যুবক এসকোকে দেখতে পায় ট্যাংরাখালি এলাকার একটি বাড়িতে। পাশেই মেলা দেখতে গিয়ে পোষ্যটিকে দেখতে পেয়েছিল সে। ‘এসকো’ বলে ডাকতেই কুকুরটি ঐ যুবকের কাছে চলে আসে। তখন তাঁর বুঝতে অসুবিধা হয়না যে কুকুরটি প্রীতিরঞ্জনের। তখনই তাঁকে ফোনে খবর দেন ঐ যুবক। ‘এসকো’র খবর পেয়ে দ্রুত সেখানে চলে যান প্রীতিরঞ্জন। নিজেও সারমেয়র নাম ধরে ডাকতে তাঁর কাছে ছুট্টে চলে আসে পোষ্যটি। এরপর বাড়ির মালিককে বারবার ডাকাডাকি করেন প্রীতিরঞ্জন। কিন্তু কেউই সারা দেন নি। তবে, স্থানীয় এক মহিলা কুকুরটিকে নিজের বলে দাবি করলেও যুক্তিতে প্রীতিরঞ্জনের কাছে পেরে ওঠেননি।
advertisement
advertisement
প্রীতি তাঁদেরকে প্রমাণ নিয়ে থানায় আসতে বলে নিজে থানায় চলে আসেন। পুরো ঘটনার কথা জানান পুলিশকর্মীদের। থানা থেকেও সরিয়তের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান কুকুর নিয়ে কোন ঝামেলায় জড়াতে চান না। রাস্তায় পেয়ে তিনি নিজের বাড়িতে রেখেছিলেন বলে জানান সরিয়ত। পুলিশ জানিয়েছে ঐ সারমেয়কে নিজের দাবি করে আর কেউই থানায় আসেননি। তদন্তে জানা গিয়েছে কুকুরটি প্রীতিরঞ্জনেরই। তাই তাঁর হেফাজতেই দেওয়া হয়েছে সেটিকে।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 22, 2025 4:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dog: এক ডাকেই ছুটে এল কাছে! এভাবেই খোঁজ মিলল এক মাস ধরে হারিয়ে যাওয়া পোষ্যের