Durga Puja 2024- flood relief: পুজোর খরচ কমিয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াল পুজো কমিটি
- Reported by:Saikat Shee
- hyperlocal
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Durga Puja- Flood relief: দুর্গাপুজোর তহবিল থেকে বন্যার্তদের পাশে দাঁড়াল এক পুজো কমিটি। দুর্গাপুজোর মুখেই নদী বাঁধ ভেঙে প্লাবিত হয় পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকা।
পাঁশকুড়া: দুর্গাপুজোর তহবিল থেকে বন্যার্তদের পাশে দাঁড়াল এক পুজো কমিটি। দুর্গাপুজোর মুখেই নদী বাঁধ ভেঙে প্লাবিত হয় পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকা। জল নামলেও এখনও বন্যা দুর্গত এলাকায় দুর্দশা কাটেনি। তাই পুজোর বাজেটের কাটছাঁট করে মানুষের পাশে দাঁড়াল এক পুজো কমিটি।
পুজোর তহবিল থেকে বন্যার্তদের সাহায্য করল ওই পুজো কমিটি। এমনই মানবিক দিক ফুটে উঠল পাঁশকুড়া শহরের এক পুজো উদ্যোক্তাদের। পুজোর বাজেট থেকে ২ লক্ষ টাকা দিয়ে তারা বন্যা দুর্গতদের ত্রাণ তুলে দিল।
advertisement
advertisement
কংসাবতীর জলে প্লাবিত ব্লক ও পৌরসভার এলাকা মিলে বন্যায় প্রায় লক্ষাধিক মানুষ বিপাকে পড়েন। সেই জল যন্ত্রণা থেকে কার্যত পুরোপুরিমুক্তি মেলেনি এখনও। আর এই পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া মহিলা পরিচালিত ক্যানেল বাজার সর্বজনীন শারদ উৎসব সমিতি দুর্গতদের পাশে দাঁড়াল। এবারে পুজোর থিম ‘থাইল্যান্ডের মন্দির।’ পুজোর মূল বাজেট ছিল ৮ লক্ষের বেশি। কিন্তু বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে এসেছেন আয়োজকরা। পুজোর খরচ কাটছাঁট করে ৬ লক্ষ টাকায় আনা হয়েছে। শুধুই আর্থিক সাহায্য নয়, শুকনো খাবার এবং চুন, ব্লিচিং থেকে শিশু এবং বৃদ্ধদের বস্ত্র দানও করেন আয়োজকরা।
advertisement
পাঁশকুড়া শহরের মহিলা পরিচালিত ওই পুজো কমিটির সম্পাদক সুজাতা রক্ষিত জানান, ‘ পুজোর পাশাপাশি বন্যা কবলিত এলাকার মানুষদের পাশে দাঁড়ানোটা আমাদের জরুরি মনে হয়েছে। তাই পুজোর বাজেট কাটছাঁট করে বন্যার্ত মানুষের সেবা করা হয়েছে।” পাঁশকুড়া মহিলা পরিচালিত ক্যানেল বাজার সার্বজনীন শারদ উৎসব সমিতির মোট সদস্য ৬০ জন, তার মধ্যে মহিলা রয়েছেন ২০ জন। ৮০ বছরে পদার্পন করেছে এই ক্লাব।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 05, 2024 8:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2024- flood relief: পুজোর খরচ কমিয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াল পুজো কমিটি









