Crime News: শীতের সকালে হাড়হিম কাণ্ড! কালী মন্দিরের সামনে যেতেই হাত-পা ঠান্ডা! ছুটে এল সকলে...
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Crime News: শীতের সকালে ঘটে গেল হাড়হিম ঘটনা৷ ঘটনাটি হাবরা থানার কুমরা গ্রাম পঞ্চায়েতের বনবিবি তলা এলাকায় ঘটেছে।
জিয়াউল আলম,হাবড়া: শীতের সকালে ঘটে গেল হাড়হিম ঘটনা৷ ঘটনাটি হাবরা থানার কুমরা গ্রাম পঞ্চায়েতের বনবিবি তলা এলাকায় ঘটেছে। মন্দির লাগোয়া বাসিন্দারা ভোর রাত থেকেই শিশুর কান্নার আওয়াজ পাচ্ছিলেন।
সকালে ঘুম থেকে উঠে দেখতে পান পাড়ার কালীমন্দিরে কালী মায়ের সামনে সদ্যোজাত একটি পুত্র সন্তান রাখা রয়েছে। যা দেখেই রীতিমতো চমকে ওঠেন এলাকাবাসী। শীতের মধ্যে গায়ে কোনও জামাকাপড় না থাকায় বাচ্চাটা চিৎকার করতে শুরু করে। ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় মানুষের জমায়েত শুরু হয়। মুহূর্তের মধ্যে ভিড় জমে যায় গোটা এলাকায়৷
advertisement
advertisement
পরবর্তীতে খবর দেওয়া হয় হাবরা থানায় হাবড়া থানার পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে নিয়ে যায় হাবড়া হাসপাতালে চিকিৎসার জন্য। কে এবং কী কারণে সদ্যোজাত শিশুকে কালী মন্দিরে ফেলে চলে গেল তা কিছুই জানা যায়নি৷ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 24, 2024 11:14 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: শীতের সকালে হাড়হিম কাণ্ড! কালী মন্দিরের সামনে যেতেই হাত-পা ঠান্ডা! ছুটে এল সকলে...