Birbhum News: অভিনব অন্নপ্রাশন! বাংলার এপার-ওপার ‘মিলে গেল’ একরত্তির মুখেভাতে

Last Updated:

এপার বাংলা এবং ওপার বাংলার নয়টি নদীর জল নিয়ে মুখেভাত অনুষ্ঠান!

+
অভিনব

অভিনব অন্নপ্রাশন! বাংলার এপার-ওপার ‘মিলে গেল’ একরত্তির মুখেভাতে

বীরভূম: এ যেন এক অভিনব মুখেভাত অনুষ্ঠান বোলপুরে! প্রসঙ্গত বাংলাদেশ ঢাকার ছেলে স্বপ্নদর্শীর বয়স মাত্র ৯ মাসের কাছাকাছি। স্বপ্নদর্শীর বাবা কৃষ্ণেন্দু বেরা মেদিনীপুরের বাসিন্দা, আবার অন্যদিকে মা শিপ্রা সরকার বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার বিভাগের কর্মী। স্বপ্নদর্শীর জন্ম উত্তরবঙ্গে শিলিগুড়িতে হলেও সে তার মায়ের পেশাগত কারণে বাংলাদেশের বাসিন্দা।
প্রসঙ্গত গত কয়েকমাস যাবত বাংলাদেশে নানা অপ্রীতিকর পরিস্থিতি, বিশেষত সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় স্বপ্নদর্শীর মুখেভাত (অন্নপ্রাশন) নিয়ে কঠিন দুশ্চিন্তা বাড়ে দুই পরিবারের মধ্যে। এমন পরিস্থিতিতে দুই বাংলার সংস্কৃতিকে মান্যতা দিয়ে অভিনব অন্নপ্রাশনের আয়োজন করল বীরভূমের বোলপুর লাভপুরের সংস্কৃতি বাহিনীর গুরুকুল নাট্য আশ্রম। দুই বাংলাকে সমান মর্যাদা এবং সম্মানের ভিত্তিতে সৌভ্রাতৃত্ব বজায় রাখতেই এমন অভিনব উদ্যোগ বলে জানা যায়। অনুষ্ঠান দেখে অত্যন্ত খুশি এপার বাংলা-ওপার বাংলার বাসিন্দারা।
advertisement
advertisement
কিন্তু এই মুখে ভাত অনুষ্ঠানে প্রথাগত মন্ত্র উচ্চারণ নয়, বরং শিশুর অন্নপ্রাশনে উপনিষদ থেকে মন্ত্রপাঠ করা হয়। সেই মন্ত্র পাঠের মাধ্যমে মুখেভাত অনুষ্ঠান সম্পন্ন হয়। রবীন্দ্র-নজরুলের পাশাপাশি লাভপুরের প্রখ্যাত কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করে এপার বাংলা এবং ওপার বাংলার ৯টি নদীর জল ও মাটি-সহ গঙ্গা-পদ্মার মিলনক্ষেত্র হয়ে ওঠে বকুল গাছ রোপনের মধ্য দিয়ে।
advertisement
এই অন্নপ্রাশন অনুষ্ঠানে দুই বাংলার সংস্কৃতিকে মান্যতা দেওয়া হয়। সুসজ্জিত পোশাকে লাঙল নিয়ে চাষ দেন চাষিরা। শুধুই কী তাই!আকাশে ওড়ানো হয় পাঁচটি বন্দি পায়রা। এহেন এক অভিনব মুখেভাত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্বপ্নদর্শীর মামা প্রবীর সরকার, যিনি একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মসচিব ছিলেন।
advertisement
এছাড়াও ‘পদ্মশ্রী’ রতন কাহার, ‘বঙ্গবিভূষণ’ কার্তিক দাস বাউল ছাড়াও বোলপুরের ভারত সেবা সংঘের শান্তি মহারাজ-সহ এলাকার আদিবাসী কচিকাঁচারা সকলেই ছিলেন এদিনের অনুষ্ঠানে। অভিনব এই অন্নপ্রাশনের সাক্ষী থাকলো গোটা বীরভূম থেকে শুরু করে এপার ওপার বাংলার বাসিন্দারা।
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: অভিনব অন্নপ্রাশন! বাংলার এপার-ওপার ‘মিলে গেল’ একরত্তির মুখেভাতে
Next Article
advertisement
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
  • কেন্দ্র দূষিত কাশির সিরাপের কারণে মৃত্যুর পর কাশির সিরাপ প্রেসক্রিপশন ছাড়া বিক্রি নিষিদ্ধ করতে চলেছে.

  • ডিসিসি প্রস্তাব করেছে কাশির সিরাপকে শিডিউল কে তালিকা থেকে বাদ দেওয়া উচিত, যা লাইসেন্স ছাড়া বিক্রি হয়.

  • মধ্যপ্রদেশে দূষিত কাশির সিরাপের কারণে শিশুদের মৃত্যুর পর WHO সতর্কতা জারি করেছে.

VIEW MORE
advertisement
advertisement