Fraud: হোয়াটসঅ্যাপে মেসেজ! অদ্ভুত প্রতারণার ফাঁদে পড়ে মুহূর্তে ৬০ হাজার টাকা খোয়ালেন ব্যক্তি

Last Updated:

Fraud: যেসব হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তাঁর কাছে কল আসছিল, তিনি জানিয়েছেন, তিনি লক্ষ্য করে দেখেন নম্বরের ডিসপ্লে পিকচার বা ডিপিগুলিতে হয় পুলিশের ছবি না হলে সেন্ট্রাল ডিটেকটিভ অফিসের ছবি দেওয়া রয়েছে

Online Fraud. Representative Image
Online Fraud. Representative Image
#ভাটপাড়া: ইন্টারনেটের জগতে যেন ছড়িয়ে রয়েছে জালিয়াতির ফাঁদ (Fraud)। একটু অসতর্ক হলেই সেই ফাঁদে পা পড়বে আর তাতেই মুহূর্তে গায়েব হয়ে যেতে পারে হাজার-হাজার টাকা। তেমনই এক ফাঁদে পড়ে এখন কপাল চাপড়াচ্ছেন ভাটপাড়ার শিক্ষক তিলকরাজ ঘোষ। শুধু তিনি নন, এখন গোটা ঘটনায় আতঙ্কে রয়েছেন তাঁর পরিবার, সহকর্মী থেকে সকলেই। নিজের মান বাঁচাতে ইতিমধ্যে শিক্ষককে দিতে হয়েছে ৬০ হাজার টাকা (Fraud)।
কী ঘটেছে আসলে? প্রথমে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসে। সেখানে লেখা ছিল, তিনি লোন নিয়েছেন এবং সেই লোন দু'ঘণ্টার মধ্যে পরিশোধ করতে হবে। ব্যাপারটাকে আমল দেননি পেশায় শিক্ষক তিলক রাজ ঘোষ । এর পর থেকেই নানা রকম মেসেজ আছে শুরু করে তার কাছে, একটাই কথা তিনি লোন নিয়েছেন এবং খুব দ্রুত তা পরিশোধ করতে হবে ।
advertisement
advertisement
এরপরে হোয়াটস অ্যাপে ফোন করতে শুরু করে অজ্ঞাতপরিচয় প্রতারকরা। তাঁকে রীতিমতো ভয় দেখানো হয়, এমনকী তার ব্যাঙ্কের বিস্তারিত তথ্য, আধার কার্ড, ভোটার কার্ড, সবই তাদের কাছে আছে এমনটাই জানানো হয় তিলককে। ভয় টাকা দিতে শুরু করেন তিনি। এক মাসের মধ্যে প্রায় ৬০ হাজার টাকার কাছাকাছি তিনি দিয়ে দেন (Fraud) ।
advertisement
যেসব হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তাঁর কাছে কল আসছিল, তিনি জানিয়েছেন, তিনি লক্ষ্য করে দেখেন নম্বরের ডিসপ্লে পিকচার বা ডিপিগুলিতে হয় পুলিশের ছবি না হলে সেন্ট্রাল ডিটেকটিভ অফিসের ছবি দেওয়া রয়েছে। এতে আরও ভয় আরও বেড়ে যায়। এর পর তিনি যখন টাকা দেওয়া বন্ধ করেন তখন তাঁর আত্মীয়স্বজন, এমনকী তাঁর অফিসের সহকর্মীদের ফোন করা হয়। বলা হয় তিলক লোন নিয়েছেন, তার গ্যারান্টার আপনারা। তিনি যদি টাকা না দেন, তাহলে আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে।
advertisement
এই ঘটনার পরেই পুরো পরিস্থিতি জানাজানি হয়। কার্যত ভেঙে পড়ে পরিবার। আতঙ্কে ভুগতে থাকেন তিলকের সহকর্মী, বন্ধু থেকে আত্মীয়রা। আতঙ্কগ্রস্থ পুরো পরিবার এবং তার আত্মীয়স্বজন অভিযোগ জানান ভাটপাড়া থানায়। তবে কবে যে এই আতঙ্কের থেকে তিনি রক্ষা পাবেন তা তিনি নিজেই জানেন না।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fraud: হোয়াটসঅ্যাপে মেসেজ! অদ্ভুত প্রতারণার ফাঁদে পড়ে মুহূর্তে ৬০ হাজার টাকা খোয়ালেন ব্যক্তি
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement