#মঙ্গলকোট: ফের দুর্লভ মূর্তি উঠল মাছ ধরার জালে। তিন দিনের মধ্যেই মঙ্গলকোটের খেঁড়ুয়া গ্রামের অজয় নদের একই জায়গা থেকে পাথরের মূর্তি পেলেন মৎসজীবীরা। এ বারের মূর্তিটি সেন যুগের সূর্য মূর্তি বলে অনুমান করা হচ্ছে। রাজা শশাঙ্কের সময় বঙ্গ দেশে সূর্য উপাসনা শুরু হয়।
ইতিহাস থেকে জানা যায়, মঙ্গলকোটে এক সময় সূর্য উপাসকদের নিবাস ছিল। গ্রামবাসীদের দাবি মঙ্গলকোটের খেঁড়ুয়া গ্রামে অজয় নদ থেকে বার বার এত প্রাচীন দুষ্প্রাপ্য মূর্তি উদ্ধার হচ্ছে অথচ প্রশাসন এ বিষয়ে নীরব।
আরও পড়ুন: বাড়ছে করোনা সংক্রমণ, মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে স্কুল নিয়ে বড় নির্দেশ মোদির
এই জায়গায় খনন করা হোক আর নয়ত জায়গাটিকে সংরক্ষণ করা হোক। গত তিন দিনে দু'টি বিষ্ণু মূর্তি-সহ একটি সূর্য মূর্তিও পাওয়া গেল। এর আগে দশ বছরের মধ্যে এই এলাকার অজয় নদ থেকে কম করে চারটি প্রাচীন বহুমূল্য মূর্তি পাওয়া গিয়েছিল।
মঙ্গলকোটের বিডিও জগদীশ বাড়ুই ফোনে জানান , মূর্তি উদ্ধারের ঘটনা জেলাশাসককে জানিয়েছি। এলাকাটি সংরক্ষণের বিষয়ে প্রশাসনকে জানানো হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: District News