শিক্ষিত হলেও জোটেনি চাকরি! 'বিকল্প' আয়ের পথেই বাজিমাত জঙ্গলমহলের কন্যার, অনুপ্রাণিত করবে কাহিনী

Last Updated:

পশ্চিমবঙ্গে চাকরির দুর্দশার কারণে স্বাগতা বেছে নিয়েছেন বিকল্প আয়ের পথ

বিকল্প আয়ের পথ বেছে নিয়েছেন জঙ্গলমহলের কন্যা। প্রতীকী ছবি
বিকল্প আয়ের পথ বেছে নিয়েছেন জঙ্গলমহলের কন্যা। প্রতীকী ছবি
জঙ্গলমহল, ঝাড়গ্রাম, রাজু সিংঃ উচ্চশিক্ষিত হলেও মেলেনি চাকরি! এবার হাতের কাজের মাধ্যমে তাক লাগালেন জঙ্গলমহলের বিনপুরের নেয়ে স্বাগতা চক্রবর্তী। হাতে তৈরি রাখি বানিয়েই তিনি হয়ে উঠেছেন স্বাবলম্বী, খুঁজে নিয়েছেন আয়ের পথ।
ইংরেজিতে স্নাতক, ঝুলিতে রয়েছে স্নাতকোত্তরের ডিগ্রি। কিন্তু পশ্চিমবঙ্গে চাকরির দুর্দশার কারণে স্বাগতা বেছে নিয়েছেন বিকল্প আয়ের পথ। রাখি, গহনা, ক্লে দিয়ে নানান সুন্দর জিনিস বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন জঙ্গলমহলের এই কন্যা।
আরও পড়ুনঃ ‘বেরিয়ে যান…’! এলাকাবাসীর কথা শুনেই ফুঁসে উঠলেন প্রধান! কী এমন দাবি করেছিলেন স্থানীয়রা?
স্বাগতা বলেন, বছর দুয়েক আগে, 2023 সালে প্রথমবার রংবেরঙের নানান সুন্দর সুন্দর রাখি বানিয়েছিলেন, সেগুলি বেশ সাড়া ফেলে দেয়। গত বছর সেই রেশ না থাকলেও, চলতি তাঁর বানানো রাখির কদর বেড়েছে। জঙ্গলমহলের এই মেয়ের হাতে তৈরি রাখি বেশ পছন্দ করছেন মানুষ।
advertisement
advertisement
রংবেরঙের নানা রাখি, তার উপর লেখা ভাই বা দাদা। রাখির দিনে এমন সুন্দর রাখি পেয়ে যে কোনও ব্যক্তির মুখে হাসি ফুটতে পারে। স্বাগতা জানান, গত বছর তাঁর হাতে তৈরি জিনিস ঝাড়গ্রাম আর্ট একাডেমির প্রদর্শনীতেও রেখেছিলেন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শিক্ষিত হলেও জোটেনি চাকরি! 'বিকল্প' আয়ের পথেই বাজিমাত জঙ্গলমহলের কন্যার, অনুপ্রাণিত করবে কাহিনী
Next Article
advertisement
Indigo Update: ৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু, কেন্দ্রের কড়া বার্তার পর তৎপর ইন্ডিগো!
৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু, কেন্দ্রের কড়া বার্তার পর তৎপর ইন্ডিগো!
  • অবশেষে ইন্ডিগো-র পরিষেবায় উন্নতি৷

  • ৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু৷

  • শনিবারও সংস্থার ৮৫০ উড়ান বাতিল৷

VIEW MORE
advertisement
advertisement