Strom: ভয়ানক তাণ্ডব...! মাত্র কয়েক মিনিটের ঝড়ে সব শেষ, লন্ডভন্ড গোটা এলাকা, মৃত্যু গবাদিপশুর, ব্যাপক ক্ষয়-ক্ষতি
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Strom: মাত্র কয়েক মিনিটের ঝড়। আর তাতেই ধূলিসাৎ ঘর-বাড়ি। ভেঙে পড়েছে ইলেকট্রিক পোস্ট। বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা। ঘটনাটি ঘটেছে রায়দিঘির নন্দকুমারপুরের মহব্বতনগরে।
রায়দিঘি: মাত্র কয়েক মিনিটের ঝড়। আর তাতেই ধূলিসাৎ ঘর-বাড়ি। ভেঙে পড়েছে ইলেকট্রিক পোস্ট। বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা। ঘটনাটি ঘটেছে রায়দিঘির নন্দকুমারপুরের মহব্বতনগরে। ঘটনার পর পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় যান রায়দিঘির বিধায়ক ডা: অলক জলদাতা।
ঠিক কি হয়েছিল এলাকায়, স্থানীয় বাসিন্দাদের মতে হঠাৎ ঝোড়ো বাতাস বইতে শুরু করে প্রথমে। পড়ে সেই বাতাসের গতিবেগ মুহূর্তে বেড়ে যায়। এরপর এলাকার অধিকাংশ ঘরের ছাউনি উড়িয়ে নিয়ে যায় বাতাসে। কিছু ঘর ভেঙে পড়ে। গোয়ালঘর ভেঙে মৃত্যু হয় গবাদিপশুর।
advertisement
advertisement
প্রাণভয়ে স্থানীয় বাসিন্দারা ততক্ষণে আশ্রয় নেন নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে। ঝড় থামলে এলাকায় এসে দেখেন ততক্ষণে সব শেষ।বর্তমানে এলাকা থেকে ভাঙা ইলেকট্রিক পোস্ট সারিয়ে এলাকায় বিদ্যুৎ পরিষেবা সচল করার চেষ্টা চালাচ্ছে প্রশাসন।
সকাল থেকে এলাকার বিধায়ক স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন করেছেন। এই ঝড় নিয়ে তিনি জানিয়েছেন, আদর্শ আচরণ বিধি বলবৎ রয়েছে এলাকায়। তার মধ্যে আসা ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষরা অসহায় অবস্থায় রয়েছে। সেজন্য এই মানুষগুলি যাতে সাহায্য পায় সেজন্য প্রশাসনিক আধিকারিকদের কাছে অনুরোধ করব সর্বোতভাবে।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 02, 2024 5:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Strom: ভয়ানক তাণ্ডব...! মাত্র কয়েক মিনিটের ঝড়ে সব শেষ, লন্ডভন্ড গোটা এলাকা, মৃত্যু গবাদিপশুর, ব্যাপক ক্ষয়-ক্ষতি