হিমঘরে মজুত আলুর দাম কমতেই মাথায় হাত, চরম পরিনতি বেছে নিলেন এক কৃষক

Last Updated:

ঠিক কি কারণে এই মৃত্যু তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

#কলকাতা: হিমঘরে আলুর দাম কমে যাওয়ায় মানসিক চাপে আত্মঘাতী হলেন এক কৃষক। তেমনটাই দাবি করেছে কৃষকের পরিবার। পূর্ব বর্ধমানের কালনার সুলতানপুরে এই ঘটনা ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঠিক কি কারণে এই মৃত্যু তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
কালনার সুলতানপুর পঞ্চায়েতের গোপালপুর এলাকায় এই ঘটনা ঘটেছে। মৃত ওই ব্যক্তির নাম সুচাঁদ মণ্ডল (৫২)। তাঁর বাড়ি সুলতানপুর পঞ্চায়েতের গোপালপুর এলাকায়। মঙ্গলবার সকালে বাড়ির গোয়াল ঘরে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।  মৃতের পরিবারের দাবি,  আলু চাষে লোকসানের আশঙ্কায় তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। আলুর দাম না পেলে চরম সমস্যায় পড়তে হবে ভেবেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গিয়েছে, সুচাঁদ মণ্ডল সাড়ে চার বিঘা জমিতে আলু চাষ করেছিলেন। বৃষ্টির কারণে প্রথম বার আলু বীজ নষ্ট হয়ে গিয়েছিল। সেই কারণে ফের নতুন করে আলু লাগাতে হয়েছিল। প্রথম দিকে আলুর দাম থাকলেও তিনি আলু বিক্রি করেননি।  লাভের আশায় তিনি উৎপাদিত আলু হিমঘরে মজুত করেছিলেন। কিন্তু গত দু সপ্তাহ ধরে আলুর বন্ডের দাম কমতে কমতে  অর্ধেক হয়ে গিয়েছে। তাতেই চিন্তাগ্রস্ত হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তিনি। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ওই কৃষকের চরম পরিণতির কথা এলাকার মানুষের মুখে মুখে ঘুরছে। মঙ্গলবার দুপুরে কালনা মহকুমা হাসপাতালে  মৃতদেহের ময়না তদন্ত হয়।
advertisement
এলাকার বাসিন্দারা বলছেন, এখানকার বেশিরভাগ মানুষই কৃষিজীবী। তাই উৎপাদিত ফসলের দাম হেরফেরের ওপর সব কিছু নির্ভর করে। অনেকেই ধার-দেনা করে সামর্থ্যের বাইরে খরচ করে আলু চাষ করেছেন। সেই আলুর দাম হঠাৎ করে নেমে গেলে, পরিস্থিতি সামাল দেওয়া অনেকের পক্ষেই মুশকিল হয়ে পড়ে। সেই মানসিক চাপ থেকেই ওই ব্যক্তি আত্মহত্যা করেন বলে জানা গিয়েছে। এ ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কালনা থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হিমঘরে মজুত আলুর দাম কমতেই মাথায় হাত, চরম পরিনতি বেছে নিলেন এক কৃষক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement