মায়াপুর ঘুরতে এসেছিল তিন বন্ধু, যা ঘটনা ঘটল, হইচই পড়ে গেল এলাকায়

Last Updated:

Mayapur drowned incident: রাধাষ্টমীতে তিন বন্ধু ঘুরতে এসেছিল মায়াপুরে। যা ঘটল, এলাকায় চাঞ্চল্য।

গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক
গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক
মায়াপুর: মায়াপুর ইসকন মন্দিরে ঘুরতে এসে নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল মেদিনীপুরের প্রথম বর্ষের এক ছাত্র। সাঁতার না জেনে ভাগীরথী নদীর জলে স্নান করতে নামাই হয়ে গেল কাল। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল স্থানীয় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।
রাধাঅষ্টমী উপলক্ষে খড়গপুর থেকে নদিয়ার মায়াপুর ইসকনে ঘুরতে এসে জলে তলিয়ে গেল এক কিশোর। জানা যায় ওই যুবকের নাম রোহিত শর্মা। বয়স আনুমানিক ১৭ বছর।
সূত্রের খবর, তিন বন্ধু এদিন সকালে মায়াপুর ইসকনে ঘুরতে আসে। এদিন সকালে তিন বন্ধু মিলে স্নান করতে নামে নবদ্বীপের ভাগীরথী নদীর মহাতীর্থ শচীমাতা ঘাটে। সাঁতার না জানার কারণে এক বন্ধু সেখানেই তলিয়ে যায়। অন্য বন্ধুরা কোন রকমে উঠে আসে ডাঙ্গায়।
advertisement
advertisement
আরও পড়ুন- ঠাকুর অনুকূল চন্দ্রের বিশাল শ্বেতপাথরের মন্দির কাশীনগরে! ভক্তদের ভিড়! রইল ভিডিও
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নবদ্বীপ থানার পুলিশ। ঘটনাস্থলে যায় বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। তাঁরা প্রত্যেকে মেদিনীপুর সিটি কলেজের প্রথম বর্ষের ছাত্র।
উল্লেখ্য, সারা বছর ধরে অসংখ্য তীর্থযাত্রীরা মন্দির নগরী নবদ্বীপ এবং মায়াপুরে ভ্রমণ করতে আসেন। ভ্রমণে এসে অনেকেই নদীয়া জেলার উপর দিয়ে বয়ে চলা ভাগীরথী নদীতে স্নান করতে নামেন।
advertisement
আরও পড়ুন- পুজোর আগে কাটোয়ার পাঞ্জাবি বিদেশে, বাড়ছে বিশাল চাহিদা
সাঁতার না জানার কারণে নদীর জলে তলিয়ে যাওয়ার মতো ঘটনা এর আগেও উঠে এসেছে খবরের শিরোনামে। প্রশাসন থেকে একাধিকবার সচেতন করা হলেও এখনও সচেতনতার অভাব লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু মানুষের মধ্যে।
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মায়াপুর ঘুরতে এসেছিল তিন বন্ধু, যা ঘটনা ঘটল, হইচই পড়ে গেল এলাকায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement