Purulia News: বাংলার জন্য দূষণ নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ প্রধানমন্ত্রীর! বরাদ্দ ৭০০ কোটি!
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Shantonu Das
Last Updated:
অত্যাধুনিক এই ফ্লু গ্যাস ডিসালফারাইজেসন সিস্টেম একদিকে যেমন পরিচ্ছন্ন শক্তি উৎপাদনে সাহায্য করবে, তেমনই তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে হওয়া দূষণ কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
শান্তনু দাস, পুরুলিয়া: বাংলায় এসে দূষণ নিয়ন্ত্রণে এবার বড় পদক্ষেপ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুরুলিয়া জেলার রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রে দূষণ প্রতিরোধে ও জনগণের স্বাস্থ্যের সুরক্ষায় নিলেন বিশেষ উদ্যোগ। রাজ্য সফরে দুর্গাপুরে এসে রঘুনাথপুর ডিভিসির তাপবিদ্যুৎ কেন্দ্রে ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রায় ৭০০ কোটি টাকা ব্যয়ের অত্যাধুনিক ফ্লু গ্যাস ডিসালফারাইজেসন (FGD) সিস্টেম। জানা যায়, অত্যাধুনিক এই ফ্লু গ্যাস ডিসালফারাইজেসন সিস্টেম একদিকে যেমন পরিচ্ছন্ন শক্তি উৎপাদনে সাহায্য করবে, তেমনই তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে হওয়া দূষণ কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আরও পড়ুন: দুধ-ঘি ভাল মিলছে! কিন্তু রাস্তায় ভর্তি গরু-মোষ, ৮০০ খাটাল এই বড় শহরে, তারপর
জানা যায়, তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পোড়ানোর ফলে যে ধোঁয়া নির্গত হয়, তাতে থাকা বিষাক্ত সালফার ডাই অক্সাইড পরিবেশের পক্ষে বিপজ্জনক। সেই সালফার ডাই অক্সাইড গ্যাসকে পৃথক করে বাতাসকে দূষণমুক্ত রাখার জন্যই এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
advertisement
advertisement
অত্যাধুনিক এই ফ্লু গ্যাস ডিসালফারাইজেসন হল একটি প্রযুক্তি যা জীবাশ্ম জ্বালানী পোড়ানোর ফলে নির্গত ফ্লু গ্যাস থেকে সালফার ডাই অক্সাইড অপসারণ করে। এটি পরিবেশ সুরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ডিভিসি সূত্রে জানা গেছে, শিল্প বিকাশের পাশাপাশি মানুষের স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার। এই প্রকল্প তারই এক বাস্তব উদাহরণ। জনগণের স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশ দূষণ রোধে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা প্রকাশ করেছেন কর্তৃপক্ষ। প্রকল্পের আধিকারিক রবীন্দ্র কুমার সামাল জানিয়েছেন, প্রায় ৭০০ কোটি টাকা ব্যয়ে এই পরিবেশবান্ধব প্রযুক্তি চালু করা হয়েছে।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 21, 2025 6:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: বাংলার জন্য দূষণ নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ প্রধানমন্ত্রীর! বরাদ্দ ৭০০ কোটি!