Howrah News: বাড়ির দরজায় আটকে বিশালাকার ওটা কী! কাছে যেতেই হাড়হিম সকলের, তারপর যা হল...
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Howrah News: লোহার গ্রিল কেটে উদ্ধার গোসাপ! জানা যায়, দীর্ঘ প্রায় ২০ ঘণ্টা আটকে থাকার পর উদ্ধার করা সম্ভব হয় প্রাণীটিকে।
হাওড়া: লোহার গ্রিল কেটে উদ্ধার গোসাপ! জানা যায়, দীর্ঘ প্রায় ২০ ঘণ্টা আটকে থাকার পর উদ্ধার করা সম্ভব হয় প্রাণীটিকে। গোসাপ (Monitor Lizard) হাওড়া জেলার গ্রামাঞ্চলে প্রচুর দেখা যায়। জলাশয়ে থেকে বাড়ির আনাচে ঘুরে বেড়াতে দেখা যায়।
বিশেষ করে এক জলাশয় থেকে অন্য জলাশয় ঘুরে বেড়ায় খাবারের খোঁজে। মনে করা হচ্ছে খাবারের খোঁজ করতে গিয়ে এদিন এই বাড়ির লোহার গেটে আটকে পড়ে প্রাণীটি। প্রায় চার ফুট লম্বা প্রাণীটিকে দেখে বাড়ির লোকজন দরজার কাছে যেতেই ভয় পায়। তবে প্রাণীটির প্রাণ বাঁচাতে দেরি করেননি গৃহকর্তা। দেখা মাত্রই পরিবেশ প্রেমীদের সঙ্গে যোগাযোগ করেন।
advertisement
advertisement
দীর্ঘক্ষণ আটকে থাকতে দেখে একটি সামাজিক গ্রুপ ছাত্রপতি শিবাজী সেবা সংঘ গ্রুপের সদস্যদের খবর দেওয়া হয়। গ্রুপের সদস্য কলেজ পড়ুয়া ধীরাজ বর অয়ন বর ও অর্ক বর ঘটনাস্থলে আসেন। প্রায় এক থেকে দেড় ঘণ্টা চেষ্টার পর অবশেষে লোহার দরজার একাংশ কেটে গোসাপটিকে উদ্ধার করে তারা। ঘটনাটি ঘটে হাওড়ার শ্যামপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত ডিহিমন্ডল ঘাট বানিয়া গ্রামে।
advertisement
এ প্রসঙ্গে ওই বাড়ির গৃহকর্তা মৃত্যুঞ্জয় বর বলেন, বাড়ির পেছনে এই লোহার গ্রিলটি তে আটকে গিয়েছিল একটি পূর্ণবয়স্ক গোসাপ। ওইদিকে তেমন কেউ যায় না বাড়ির লোকজন তাই নজরেও আসেনি। আটকে থাকার কয়েক ঘণ্টা পর নজরে আসে। দেখার পর স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের খবর দেওয়া হয়।এই প্রসঙ্গে পরিবেশপ্রেমী অয়ন বর জানান, এই সমস্ত প্রাণী পরিবেশের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাঁচিয়ে রাখার জন্য সাধারণ মানুষকে সচেতন হতে হবে আরও বেশি।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 13, 2024 5:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: বাড়ির দরজায় আটকে বিশালাকার ওটা কী! কাছে যেতেই হাড়হিম সকলের, তারপর যা হল...