Chandrayaan 2: ছেলে চন্দ্রযান প্রজেক্টের দায়িত্বে, গুড়াপে গ্রামের বাড়িতে উত্‍‌সবের মেজাজ

এই মিশন প্রজেক্টের ডেপুটি ডিরেক্টর চন্দ্রকান্ত কুমার হুগলির গুড়াপের খাজুরদহের বাসিন্দা। তাঁর সাফল্যে উচ্ছ্বসিত পরিবার, গোটাগ্রাম। চন্দ্রকান্তের বাড়িতে সকাল থেকেই ব‍্যস্ততা তুঙ্গে।

Bangla Editor | News18 Bangla
Updated:Jul 22, 2019 01:35 PM IST
Chandrayaan 2: ছেলে চন্দ্রযান প্রজেক্টের দায়িত্বে, গুড়াপে গ্রামের বাড়িতে উত্‍‌সবের মেজাজ
চন্দ্রকান্ত কুমারের গ্রামের বাড়ি
Bangla Editor | News18 Bangla
Updated:Jul 22, 2019 01:35 PM IST

#গুড়াপ: সকাল থেকেই টিভি-তে চোখ কুমার পরিবারের৷ ঘরের ছেলের প্রযুক্তিতে আজ কিছু সময় পরেই উড়বে চন্দ্রযান ২৷ মা-বাবা ছেলের নাম রাখবেন ভেবেছিলেন সূর্যকান্ত৷ পরে তা হয়ে যায় চন্দ্রকান্ত কুমার৷ নামটি সার্থক৷ বলে দিল সময়ই৷ চন্দ্রযান মিশনের ডেপুটি ডিরেক্টর চন্দ্রকান্ত কুমারের গুড়াপের গ্রামের বাড়িতে আজ রীতিমতো উত্‍‌সব৷

চন্দ্রকান্তের বিয়ের অ্যালবাম চন্দ্রকান্তের বিয়ের অ্যালবাম

গত ১৪ জুলাই রাতভর কুমার পরিবারের চোখ ছিল টিভির দিকেই৷ সে দিন মিশন ভেস্তে গেলেও ছেলের সাফল্যে উত্‍‌সাহে ভাঁটা নেই৷ আজও একই রকম উত্‍‌সাহে বাবা মধুসূদন কুমার-সহ গোটা পরিবারের চোখ টিভির পর্দায়৷ সূর্যকান্তের তৈরি অ্যান্টেনা থেকেই চন্দ্রযান ২-এর যাবতীয় তথ্য সংগ্রহ করবেন বিজ্ঞানীরা৷

গ্রামের বাড়িতে রান্নাঘরে চন্দ্রকান্তের মা গ্রামের বাড়িতে রান্নাঘরে চন্দ্রকান্তের মা

এই মিশন প্রজেক্টের ডেপুটি ডিরেক্টর চন্দ্রকান্ত কুমার হুগলির গুড়াপের খাজুরদহের বাসিন্দা। তাঁর সাফল্যে উচ্ছ্বসিত পরিবার, গোটাগ্রাম। চন্দ্রকান্তের বাড়িতে সকাল থেকেই ব‍্যস্ততা তুঙ্গে। টিভিতেই ছেলের মিশন দেখবেন মা-বাবা। চন্দ্রকান্তের বাবা মধুসূদন কুমার পেশায় কৃষিজীবী৷ দুপুরের আগেই বাড়িতে ফিরে এসেছেন তিনি।

First published: 01:32:04 PM Jul 22, 2019
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर