Chandrayaan 2: ছেলে চন্দ্রযান প্রজেক্টের দায়িত্বে, গুড়াপে গ্রামের বাড়িতে উত্সবের মেজাজ
Last Updated:
এই মিশন প্রজেক্টের ডেপুটি ডিরেক্টর চন্দ্রকান্ত কুমার হুগলির গুড়াপের খাজুরদহের বাসিন্দা। তাঁর সাফল্যে উচ্ছ্বসিত পরিবার, গোটাগ্রাম। চন্দ্রকান্তের বাড়িতে সকাল থেকেই ব্যস্ততা তুঙ্গে।
#গুড়াপ: সকাল থেকেই টিভি-তে চোখ কুমার পরিবারের৷ ঘরের ছেলের প্রযুক্তিতে আজ কিছু সময় পরেই উড়বে চন্দ্রযান ২৷ মা-বাবা ছেলের নাম রাখবেন ভেবেছিলেন সূর্যকান্ত৷ পরে তা হয়ে যায় চন্দ্রকান্ত কুমার৷ নামটি সার্থক৷ বলে দিল সময়ই৷ চন্দ্রযান মিশনের ডেপুটি ডিরেক্টর চন্দ্রকান্ত কুমারের গুড়াপের গ্রামের বাড়িতে আজ রীতিমতো উত্সব৷
গত ১৪ জুলাই রাতভর কুমার পরিবারের চোখ ছিল টিভির দিকেই৷ সে দিন মিশন ভেস্তে গেলেও ছেলের সাফল্যে উত্সাহে ভাঁটা নেই৷ আজও একই রকম উত্সাহে বাবা মধুসূদন কুমার-সহ গোটা পরিবারের চোখ টিভির পর্দায়৷ সূর্যকান্তের তৈরি অ্যান্টেনা থেকেই চন্দ্রযান ২-এর যাবতীয় তথ্য সংগ্রহ করবেন বিজ্ঞানীরা৷
advertisement
advertisement
এই মিশন প্রজেক্টের ডেপুটি ডিরেক্টর চন্দ্রকান্ত কুমার হুগলির গুড়াপের খাজুরদহের বাসিন্দা। তাঁর সাফল্যে উচ্ছ্বসিত পরিবার, গোটাগ্রাম। চন্দ্রকান্তের বাড়িতে সকাল থেকেই ব্যস্ততা তুঙ্গে। টিভিতেই ছেলের মিশন দেখবেন মা-বাবা। চন্দ্রকান্তের বাবা মধুসূদন কুমার পেশায় কৃষিজীবী৷ দুপুরের আগেই বাড়িতে ফিরে এসেছেন তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 22, 2019 1:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chandrayaan 2: ছেলে চন্দ্রযান প্রজেক্টের দায়িত্বে, গুড়াপে গ্রামের বাড়িতে উত্সবের মেজাজ